নিজস্ব ক্রীড়া প্রতিবেদক »
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সিজেকেএস আরচ্যারি লিগ ২০২১-২২ আসর গতকাল সকালে শুরু হয়ে সন্ধ্যায় সিজেকেএস জিমন্যাশিয়ামে শেষ হয়। এতে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন ও চট্টগ্রাম ফুটবল ক্লাব রানার্স-আপ হয়েছে।
সকাল ১১টায় উদ্বোধন ও সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন সাবেক সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। সিজেকেএস আরচ্যারি কমিটির ভাইস চেয়ারম্যান মো. লুৎফুল করিম সোহেলের সভাপতিত্বে এবং কমিটির সম্পাদক অ্যাডভোকেট শাহবাজ মুনতাসির চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি অ্যাডভোকেট শাহিন আফতাবুর রেজা চৌধুরী, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মো. জাহাঙ্গীর, নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দিন হাসান, নাসির মিঞা, ইভেন্টন পার্টনার হেলাল উদ্দিন, সিজেকেএস কাউন্সিলর মো. এনামুল হক, শওকত হোসেন, আলী হাসান রাজু, আব্দুর রশিদ লোকমান, মুজিবুর রহমান, সরোয়ার আলম মনি, সিজেকেএস আরচ্যারি কমিটির সদস্য হায়দার আলী, আলী হাসান, আরচ্যারি প্রশিক্ষক মো. আরিফ প্রমুখ।
এদিকে সিজেকেএস আরচ্যারি লিগ ঘরোয়া প্রতিযোগিতা হলেও এর আমন্ত্রণপত্র ইংরেজিতে করা হয়েছে। ব্যতিক্রমী এ কাজের জন্য সিজেকেএস কাউন্সিলরদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। কোন আন্তর্জাতিক প্রতিযোগিতা না হলেও কেনই বা আমন্ত্রণপত্র ইংরেজিতে করা হয়েছে, এ নিয়ে তারা প্রশ্ন তুলেন।