সিঙ্গাপুরের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এস আলম গ্রুপের তথ্য চেয়েছে

সুপ্রভাত ডেস্ক »

সিঙ্গাপুরের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (এফআইইউ) বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর কাছে চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায় প্রতিষ্ঠান এস আলম গ্রুপ এবং এর মালিকদের দেশি-বিদেশি সম্পদসহ বিস্তারিত তথ্য জানতে চেয়েছে।

বিএফআইইউ কর্মকর্তারা, নাম প্রকাশ না করার শর্তে একটি ইংরেজি জাতীয় দৈনিকের সাথে কথা বলে নিশ্চিত করেছেন যে সিঙ্গাপুরের এফআইইউ সম্প্রতি তাদের সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করেছে। কর্মকর্তারা এপ্রসঙ্গে বলেন, “আমরা এস আলম গ্রুপের বিশদ বিবরণ প্রস্তুত করছি এবং সিঙ্গাপুরের এফআইইউতে এই তথ্য পাঠাবো।”

সম্প্রতি প্রকাশিত মিডিয়া রিপোর্টের পর সিঙ্গাপুর সহ এস আলম গ্রুপের বিদেশী সম্পদগুলি তদন্তের আওতায় এসেছে।

এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম মাসুদ বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই গত এক দশকে হোটেল, বাড়ি, রিটেইল স্পেস এবং অন্যান্য সম্পত্তি অধিগ্রহণ করে সিঙ্গাপুরে প্রায় এক বিলিয়ন ডলার মূল্যের একটি ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন।

সাইফুল আলম মাসুদ বাংলাদেশের ছয়টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতো। তবে রাজনৈতিক অস্থিরতার মধ্যে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর এসব ব্যাংকের নিয়ন্ত্রণ হারায় মাসুদ।

কেন্দ্রীয় ব্যাংক সাইফুল আলম মাসুদ নিয়ন্ত্রিত ছয়টি ব্যাংকের বোর্ড পুনর্গঠন করেছে এবং এসব ব্যাংক থেকে তিনি এক লাখ কোটি টাকা তুলে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

বিএফআইইউ এস আলম গ্রুপের সাথে যুক্ত ব্যক্তিদের ব্যক্তিগত অ্যাকাউন্ট জব্দ করেছে এবং ব্যাংকগুলি কোম্পানির সাথে লেনদেন সীমাবদ্ধ করেছে।

গত ১২ সেপ্টেম্বর এস আলম গ্রুপ অ্যাকাউন্ট জব্দ করার ফলে সৃষ্ট ক্ষতি পুনরুদ্ধারের জন্য সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে আর্থিক, সামাজিক এবং আইনি সহায়তা চেয়ে চিঠি দিয়েছে।