সিএসবি টেলিভিশন সম্প্রচারে বাধা নেই: হাইকোর্ট

সুপ্রভাত ডেস্ক »

বেসরকারি টেলিভিশন সিএসবি’র সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এর ফলে টেলিভিশনটির সম্প্রচারে আসতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি আদালতে চ্যানেলটির সম্প্রচার চালুর আবেদনের পক্ষে শুনানি করেন।

আদালতে টেলিভিশনটির সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত স্থগিত চেয়ে আবেদন করেন বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন চৌধুরীর ছেলে ফাইয়াজ কাদের চৌধুরী যিনি ফোকাস মাল্টিমিডিয়া কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। সে আবেদনের শুনানি নিয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। সে রুল পেন্ডিং থাকা অবস্থায় সম্পূরক আবেদন জানানো হয়।

সিএসবি নিউজের পরীক্ষামূলকভাবে সম্প্রচার শুরু হয় ২০০৭ সালের ২৪ মার্চ। বাণিজ্যিকভাবে সম্প্রচারে আসে একই বছরের ৯ এপ্রিলে। ২০০৭ সালের ৬ সেপ্টেম্বর  তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় টেলিভিশনটির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়।