নিজস্ব প্রতিবেদক »
পুলিশের সেবাকে মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘সিএমপি সার্ভিস সেন্টারে’র কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে আগ্রাবাদ বাদামতলী মোড়ে সার্ভিস সেন্টারের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর।
চট্টগ্রাম নগরের ১৬ থানার সাধারণ ডায়েরি (জিডি) করা যাবে সিএমপি সার্ভিস সেন্টারে। শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহে পাঁচ দিন এই সেবা পাওয়া যাবে।
নগরের ১৬ থানার বাসিন্দারা এই সার্ভিস সেন্টারে জিডি করতে পারবেন। নিজের থানায় যেতে হবে না। জিডির আবেদনটি অনলাইনে সংশ্লিষ্ট থানায় পাঠানো হবে। জিডি রেকর্ড হওয়ার পর পুনরায় থানা থেকে অনলাইনে সার্ভিস সেন্টারে পাঠানো হবে। সার্ভিস সেন্টার থেকে সেই জিডির কপি আবেদনকারীকে দেওয়া হবে।
একই সঙ্গে ট্রাফিক পুলিশের জরিমানাও পরিশোধ করা যাবে এই সেন্টারে। পর্যায়ক্রমে নগরের আরও কয়েক স্থানে এই সার্ভিস সেন্টার চালু করা হবে। এই সেবা পেতে হলে জাতীয় পরিচয়পত্র এবং নিজের নামে নিবন্ধিত মোবাইল ফোন সঙ্গে আনতে হবে। সপ্তাহের প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই সার্ভিস সেন্টারে সেবা দেওয়া হবে।