নিজস্ব ক্রীড়া প্রতিবেদক »
হ্যান্ডবল একাডেমি চট্টগ্রামের উদ্যোগে ও ইস্পাহানি গ্রুপ অব কোম্পানিজের পৃষ্ঠপোষকতায় ইস্পাহানি স্কুল হ্যান্ডবল (ছাত্র-ছাত্রী) টুর্নামেন্টের দুই বিভাগের ফাইনাল গতকাল বিকেলে ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজের ইনডোর মাঠে অনুষ্ঠিত হয়। ছাত্রী বিভাগে চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় টাইব্রেকারে ২-০ গোলে (নির্ধারিত সময় ২-২ ড্র) চট্টগ্রাম বন্দর কতৃর্পক্ষ বালিকা উচ্চ বিদ্যালয়কে এবং ছাত্র বিভাগে সিএমপি স্কুল ৭-৫ গোলে ক্যান্টমেন্ট ইংলিশ স্কুলকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে। সিএমপি স্কুলের তানজিল সর্বোচ্চ ৩ গোল করেন। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ মঈনুল ইসলাম (অব.), ইস্পাহানি টি লিমিটেডের উইং ম্যানেজার নুর নবী, কলেজের উপাধ্যক্ষ আহমেদ শাহীন আলরাজি। স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ও অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ও পরিচালনায় ছিলেন মোহাম্মদ মারুফ (সাধারণ সম্পাদক, হ্যান্ডবল একাডেমি চট্টগ্রাম)। উপস্থিত ছিলেন প্রধান সম্বনয়ক তানজিনা রহমান, সম্বনয়ক মাসুদ করিম বাবু, মোহাম্মদ সোহেল হোসেন, আহসানুল ইসলাম সুজন, সুমন সাহা, আরমান রহমান,মাসুম রেজা, আপেল মাহমুদ, রুবেন, হ্যান্ডবল একাডেমির উপদেস্টা এ জি পন্টি ও মোহাম্মদ গালিব। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন জনার্দ্দন দেবনাথ ও সপ্তর্ষি বড়ুয়া।
চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফিসহ নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। খেলোয়াড়দের ক্রেস্ট ও সাইর্টিফিকেট দেওয়া হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পুরস্কার পেয়েছেন বালক বিভাগে তানজিল ও বালিকা বিভাগে জারিণ।