বঙ্গবন্ধু হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের প্রায় ২ হাজার পুলিশ সদস্যকে করোনা প্রতিরোধী ওষুধ আর্সেনিক এলবাম-৩০ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চট্টগ্রামের বিভাগীয় মেম্বার ও বঙ্গবন্ধু হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. একেএম ফজলুল হক সিদ্দিকীর পরিচালনায় এক অনুষ্ঠানের মাধ্যমে ওষুধটি বিতরণ করা হয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ রায়। এতে উপস্থিত ছিলেন হোমিওপ্যাথি বোর্ডের মেম্বার ডা. আশিষ শংকর নিয়োগী, রেজিস্টার কাম সচিব ডা. জাহাঙ্গীর আলম, সিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) আমির জাফর, উপ-সহকারী পুলিশ কমিশনার মইনুল ইসলাম, ডা. মাইমুদুল হক পারভেজ, ডা. শওকত ইমরান সুমন, ডা. উজ্জ্বল দাস, ডা. ছউদ উল্লাহ, ডা. আন্না রানি বিশ্বাস, ডা. আলাউদ্দিন ভূঁইয়া, ডা. কাকলি তালুকদার, ইন্টার্ন ডাক্তার আবিদ হাসান, সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে হোমিওপ্যাথি বোর্ড মেম্বার ডা. একেএম ফজলুল হক সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে যেভাবে বাঙালিরা মুক্তিযুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাভূত করে এদেশকে স্বাধীন করেছে ঠিক তেমনিভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে প্রাণঘাতী করোনা মোকাবিলা করতে হবে। ইতোমধ্যে আর্সেনিক এলবাম-৩০ ওষুধটি সেবন করে অনেকে করোনামুক্ত হয়েছেন। পাশাপাশি এটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বিজ্ঞপ্তি
মহানগর