চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কানাডা হাই কমিশনের একটি প্রতিনিধি দল।
সম্প্রতি নগরীর জামালখানস্থ সিআইইউ ক্যাম্পাসে এই সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিনিধি দলের সদস্যরা।
এই সময় তারা যৌথশিক্ষা কার্যক্রম ছড়িয়ে দেওয়া ছাড়াও শিক্ষক-শিক্ষার্থীদের জন্য স্কলারশীপের ব্যবস্থা, গবেষণা ও উচ্চতর ডিগ্রির সুযোগ, নিয়মিতভাবে ওয়ার্কশপ ও সেমিনার আয়োজন করাসহ শিক্ষা বিনিময়ের নানান বিষয় নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানে।
বৈঠকে উপাচার্য ছাড়াও কানাডা হাই কমিশনের সিনিয়র ট্রেড কমিশনার অ্যাঞ্জেলা ডার্ক, ট্রেড কমিশনার কাজী গোলাম ফরহাদ, সিআইইউর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমা ও অ্যাডমিন শাখার উপ-পরিচালক কুমার দোয়েল দে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, উচ্চশিক্ষায় সিআইইউর শিক্ষক-শিক্ষার্থীদের এগিয়ে নিতে আমরা অনেক বেশি আন্তরিক। কানাডার বড় বিশ^বিদ্যালয়গুলোতে তাদের উচ্চতর ডিগ্রি নেওয়ার সুযোগ তৈরি হবে- এমনটা প্রত্যাশা আমাদের।
উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী কানাডা হাই কমিশনের প্রতিনিধি দলের সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। বিজ্ঞপ্তি