সাহিত্যিক-শিক্ষাবিদ  মোহীত উল আলমের ৭২তম জন্মবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক »

সাহিত্যিক ও শিক্ষাবিদ  মোহীত উল আলমের আজ ৭২তম জন্মবার্ষিকী। তাঁর জীবন বহুবিধ ও বিচিত্র সৃষ্টিকর্মে আলোকিত। তিনি পেশায় আপাদমস্তক শিক্ষক।  নেশায় পুরোদস্তুর লেখক। যিনি জ্ঞানে, প্রজ্ঞায়, সৃষ্টিশীলতায় ধারণ করেছেন বাঙালি মনীষা।

মোহীত উল আলমের  সৃষ্টি জগত বিশাল এবং বহুমাত্রিক। তিনি রচনা করেছেন কবিতা, ছোটগল্প,  উপন্যাস, অনুবাদ, প্রবন্ধ-নিবন্ধ। বিশেষত শেক্সপিয়ারের জীবনব্যাপী ধ্যানের সারথি। শেক্সপিয়ার-গবেষণাকে তিনি নিয়ে গেছেন নতুন এক এষণার পরিধিতে। এ কারণে শেক্সপিয়ার বিশেষজ্ঞ হিসেবে তাঁর ব্যক্তিক অধিক সুবিদিত। তেমনি নজরুল গঠন ও গবেষণার ক্ষেত্রেও তিনি সমান মনোযোগী ও পরিশ্রমী। সময়নিষ্ঠতা, তীব্র রসবোধ, পরিপাটি গুণ ও অপূর্ব রূপ-মাধুর্যের ব্যক্তিত্ব মোহীত উল আলম সবার কাছেই অন্যরকম আগ্রহের জায়গা।

কবি-সাংবাদিক স্বপন দত্ত তাঁর সম্পর্কে বলেছেন, ‘মানুষ  মোহীত উল আলম অনবদ্য। কবি মোহীত উল আলম নিবিড় পর্যবেক্ষক। কথাসাহিত্যে সন্ধানী পর্যটক। অনুবাদে মোহীত উল আলম মগ্ন-পরিশ্রমী। শিক্ষক হিসেবে মোহীত উল আলম ছাত্রপ্রিয়তার চির বন্দোবস্তি জারি রাখায় কুশলী।’

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ ছড়ার কুলের আলম পরিবারের সন্তান মোহীত উল আলমের জন্ম ১৯৫২ সালের ১৩ ডিসেম্বর। তাঁর বাবা সাহিত্যে একুশে পদক ও বাংলা একাডেমি পদক ও আদমজী সাহিত্য পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক মরহুম মাহবুবুল আলম ও  মা মরহুমা  বেগম রাহেলা খাতুন।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি মোহীত উল আলম বর্তমানে ওই বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অধ্যাপক ও ডিন। কলা ও সমাজবিজ্ঞান অনুষদ হিসেবে দায়িত্ব পালন করছেন।

মোহীত উল আলমের প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কবিতা গ্রন্থ ছয়টি, গল্পগ্রন্থ চারটি, ইংরেজি গল্প গ্রন্থ একটি , উপন্যাস নয়টি, প্রবন্ধ গ্রন্থ সাতটি, ভ্রমণ কাহিনী দুইটি, ক্রীড়া বিশেষ গ্রন্থ একটি, অনুদিত গ্রন্থ ১৪ টি, ইংরেজি শিক্ষা বিষয়ক গ্রন্থ তিনটি, ইংরেজি সাহিত্য চারটি।

মোহীত উল আলম ১৯৮৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক গল্পে গল্পে ইংরেজি শেখা গ্রন্থের জন্য একুশে পুরস্কার পান। ২০১৫ সালে ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক ‘এমিনেন্ট টিচার অ্যান্ড পোয়েট’ সম্মাননায় ভূষিত হন। একই বছর চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক সাহিত্য পুরস্কার পান।