নিজস্ব প্রতিবেদক:
করোনার সংক্রমণ ও বিস্তার ঠেকানে নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় কয়েকটি গণপরিবহনকে ৪টি মামলা দেওয়া হয়েছে এবং ২ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (১৩ জুন) নগরীর বাকলিয়া, কোতোয়ালী, সদরঘাট, ডবলমুরিং এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন। নগরীর গণপরিবহনগুলোতে করোনার ব্যাপারে সচেতনতা করা হয়। অভিযানে তিনি ৪টি মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এদিকে নগরীর পাঁচলাইশ, খুলশী, বায়েজিদ, চান্দগাঁও ও চকবাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন। পুলিশ নিয়ে চালানো অভিযানে অক্সিজেন এলাকায় এক লেগুনা চালককে অতিরিক্ত যাত্রী পরিবহন করায় ১টি মামলা দেওয়া হয়েছে এবং ৫শ টাকা জরিমানা করা হয়।
Uncategorized