সুপ্রভাত ডেস্ক »
রাজধানীর উত্তরা পশ্চিম থানার হত্যাচেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইবুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে আদালতে তোলা হলে পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করা হয়।
শুনানিতে তার পক্ষের আইনজীবী উপস্থিত না থাকায় তুরিন আফরোজ নিজেই শুনানি করেন। এসময় ৫ আগস্টের আগে ও পরে তিনি অসুস্থ ছিলেন বলেও জানান ম্যাজিস্ট্রেটকে।
এর আগে সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরা-পশ্চিম থানা এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, ব্যারিস্টার তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার চলাকালে ২০১৩ সাল থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন।