সাবেক কৃতি অ্যাথলেট ও ফুটবলার মাইনুল হুদা কিং (৫৭) আজ ২০ মে (বুধবার) ভোরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। তিনি কিছুদিন পূর্বে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এ ক্রীড়াবিদের সহধর্মিণী সাবেক অ্যাথলেট সামসুর নাহার সিদ্দিকা রতœা। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর জানাজা শেষে চৈতন্য গলিস্থ বাইশ মহল্লা কররাস্থানে তাকে দাফন করা হয়।
কলেজিয়েট স্কুলের ফুটবল দলের অধিনায়কের দায়িত্ব পালন করা কিং পরবর্তীতে অ্যাথলেট হিসেবে জেলা ও জাতীয় পর্যায়ে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে বেশ কৃতিত্বের পরিচয় দিয়ে একাধিক পদক জয় করেন।
এদিকে অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক রাকিবুল মন্টু, সাবেক জাতীয় অ্যাথলেট মোশারাফ হোসেন শামীম, সাইদুর রহমান ডন, কাজী আবদুল আউয়াল, চট্টগ্রাম অ্যথলেটি´ একাডেমির পক্ষে রুহুল আমিন ও আবু হেনা মোস্তফা কামাল টুলু, আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের সভাপতি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক ওয়াহিদ দুলাল পৃথক বিবৃতিতে কিং এর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিজ্ঞপ্তি
মহানগর