সুব্রত চৌধুরী »
আস্তাবলে মেরির কোলে শুয়ে আছে শিশু
খুশির বার্তা নিয়ে আসে জগৎগুরু যীশু।
জিংগেল বেলে জিংগেল বেলে দরজায় নাড়ে কড়া
সান্তাক্লজকে দেখে খোকার চক্ষু ছানাবড়া।
টুপি মাথায় সফেদ দাঁড়ি মস্ত ঝোলা পিঠে
একে একে বিলোয় সান্তা খেলনা হাওয়াই মিঠে।
ধনী গরীব এক কাতারে খুশির পড়ে সাড়া
আলোর রোশনাই দিকে দিকে জেগে ওঠে পাড়া।
চকলেট মিঠাই পেয়ে খোকার মুখে আসে জল
মনবাগিচায় ফোটে খোকার খুশির শতদল ।
সান্তার ছোঁয়ায় হাসি ফোটে ভুখা নাঙ্গার মুখে
আঁধার কেটে আলোর বুনন বেঁচে থাকার সুখে।
হরিণ স্লেজে চড়ে সান্তা হারায় পথের বাঁকে
বড়দিনের ছবি খোকা মনের খাতায় আঁকে।
আলোর সিকি ঝিকিমিকি হিংসা বিদ্বেষ ভুলে
সাম্যের গানে মাতে সবাই মনের আগল খুলে।