ডেস্ক রিপোর্ট »
আবারও নালায় পড়ে নিখোঁজ। পরে প্রায় ৫ ঘন্টার রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান শেষে অবশেষে বিশ্ববিদ্যালয় ছাত্রী সেহরিন মাহমুদ সাদিয়ার (১৯) লাশের খোঁজ মিলল সেই নালাতেই।
মঙ্গলবার দিবাগত রাত ২:৫০টার সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা এই ছাত্রীর নিথর দেহ উদ্ধার করে। স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা সাদিয়ার মৃত্যু নিশ্চিত করেন।
সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে আগ্রাবাদের শেখ মুজিব সড়ক সংলগ্ন মাজার গেইট এলাকার নবী টওয়ারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক নিউটন দাশ।
জানা গেছে, সাদিয়া আগ্রাবাদ এলাকা থেকে চশমা কিনে মামার সঙ্গে বাসার দিকে যাচ্ছিলেন। একপাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পা পিছলে নালায় পড়ে যান। সাদিয়া পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মামাও নালায় ঝাঁপ দেন। কিন্তু তিনি তাকে উদ্ধার করতে পারেনি। পরে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে।
সাদিয়া চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) ছাত্রী। তার বাসা হালিশহরের বড়পোল এলাকার মইন্যাপাড়ায়। দুই ভাই ও দুই বোনের মধ্যে সাদিয়া ছিলেন সবার বড়।