নিজস্ব প্রতিনিধি, সাতকানিয়া
সাতকানিয়ায় নির্বাচনোত্তর সহিংসতায় ১ জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তার নাম মোহাম্মদ আরমান (২৯)। ঘটনাটি ঘটে গত রোববার রাত ১১টার সময় সাতকানিয়া সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দুর্লভের পাড়া হোসেন নগর এলাকায়।
আহত আরমান এলাকার নুরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি ঢাকা জাতীয় চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আরমানের একটি চোখ নষ্ট হয়ে গেছে বলে তার বড় ভাই জানান।
জানা যায়, রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আরমানসহ তিন ভাই হোসেন নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা মার্কার পক্ষে পুলিং এজেন্ট ছিলেন। নির্বাচন চলাকালীন কেন্দ্রের ভেতরে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় স্বতন্ত্র প্রার্থীর পুলিং এজেন্টদের সাথে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে দুই পক্ষে চাপা ক্ষোভের সৃষ্টি হয়। নির্বাচনের ফলাফল স্বতন্ত্রের অনুকূলে গেলে তারা বেশ কিছু লোকজন নিয়ে নৌকার এজেন্টদের বাড়ির সামনে এসে গালাগাল করতে থাকে। এতে ক্ষুব্ধ হয়ে আহত আরমানসহ তার ভাইয়েরাও পাল্টা গালমন্দ করেন। তখন প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে তাদের উপর গুলি চালালে আরমানরা দৌড়ে বিল্ডিংয়ের ছাদে উঠে যান। একপর্যায়ে প্রতিপক্ষ আরমানের বাড়ির ছাদে গিয়ে গুলি করতে থাকে। এ সময় তার বড় ভাই মোহাস্মদ হাসানসহ অন্যজন ভেতরে কক্ষে ঢুকে গেলেও আরমান গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত আরমানকে উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে হয়। সেখান থেকে ঢাকা জাতীয় চক্ষু হাসপাতালে পাঠানো হয়।
আরমানের বড় ভাই সোহাম্মদ হাসান জানান, গুলিতে আমার ছোট ভাই আরমানের একটি চোখ নষ্ট হয়ে গেছে। তার বুকে মুখে অসংখ্য গুলি লেগেছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে সাতানিয়া থানা অফিসার ইনচার্জ প্রিটন সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।