নিজস্ব প্রতিনিধি, সাতকানিয়া
সাতকানিয়ায় রেললাইনে কাটা পড়ে এক যুবক মারা গেছে।
গতকাল শুক্রবার (৪ এপ্রিল) ভোরে উপজেলার কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনের উপর সাতকানিয়া স্টেশনের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের বয়স আনুমানিক ৩২ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষনিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত সম্ভব হয়নি।
সাতকানিয়ায় দায়িত্বরত স্টেশন মাস্টার মংইউ মারমা বলেন, শুক্রবার আনুমানিক ভোর ৫ টা ৫২ মিনিটের সময় সাতকানিয়া উপজেলার কক্সবাজার-চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এক যুবক ট্রেনে কাটা পড়ে মারা যায়। ট্রেনটি ভোর ৫ টা ৫২ মিনিটের সময় ঢাকা হতে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস নামের রেল যাওয়ার সময় এ দূর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী ধারনা করছেন।
বিষয়টি স্টেশন মাস্টার রেলওয়ে পুলিশকে অবগত করেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তার আশেপাশে কোন মোবাইল বা কিছুই না পাওয়ায় তার পরিচয় খুঁজে পাওয়া সম্ভব হয়নি ।
চট্টগ্রাম রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এসএম শহীদুল ইসলাম বলেন, সাতকানিয়া স্টেশন এলাকায় ট্রেনে পড়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি । আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাচ্ছি, তদন্ত রিপোর্ট হাতে আসলে মৃত্যুর কারণ জানা যাবে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।