সাজেকে ২ সশস্ত্র গ্রুপের গোলাগুলিতে পরিবহন শ্রমিক নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি »

সাজেকের বাঘাইহাটে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ ও ইউপিডিএফ গণতান্ত্রিকের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছে। নিহত পরিবহন শ্রমিকের নাম মো.নাঈম। বিকেলে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, দুপুরে ইউপিডিএফ গণতান্ত্রিক ও প্রসীত খিসার নেতৃত্বাধীন দুই স্ংগঠনের মধ্যে গোলাগুলি হয়। এই সময় পুকুরে গোসল করতে গিয়ে ফেরার সময় শান্তি পরিবহনের সুপারভাইজার মো.নাঈম গুলিবিদ্ধ হয়।

তাকে উদ্ধার করে দীঘিনালা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

গণতান্ত্রিক ইউপিডিএফের সভাপতি শ্যামল চাকমা জানান,”আমাদের কর্মীদের উপর হামলা করতে আসলে তারা প্রতিরোধ করে। ”

সাজেক থানার ওসি আবুল হাসান খান জানান,” দুই দলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। এলাকার পরিস্থিতি থমথমে। এখনো এর বেশি জানাতে পারছি না। ”

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.জয় চৌধুরী জানান,”বিকেরে সাড়ে তিনটার দিকে গুলিবিদ্ধ নাঈমকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার ১০ মিনিট পর তার মৃত্যু হয়।”