সুপ্রভাত স্পোর্টস ডেস্ক »
আগের রাতে নিজের অবস্থান পরিষ্কার করে সাকিব ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন, তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং সমবেদনা। এতে নিজের ইচ্ছে অনুযায়ী দেশের মাটিতেই টেস্ট থেকে অবসর নিতে পারবেন বলে আশা করা হচ্ছে। এরমধ্যে গতকাল অনেকটা নিশ্চিত হয়ে গেছে সাকিবের আসন্ন বিপিএল আসওে অংশ নেয়া। রংপুর রাইডার্স নয়, খেলবেন নতুন মালিকাধীন চট্টগ্রাম কিংস দলে। সাকিবের সাথে চট্টগ্রামের নতুন মালিক সামির কাদের চৌধুরীর সাথে কথা-বার্তা পাকা হয়ে গেছে এবং সাকিবের চট্টগ্রামের হয়ে বিপিএলের হয়ে খেলা একরকম চ’ড়ান্ত।
এদিকে দেরিতে হলেও সাকিব আল হাসান নিজেও ছাত্র-জনতার আনেন্দালনে সরব হতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন। সাকিবের এই ফেসবুক স্ট্যাটাস তার বর্তমান অবস্থান অনেকটাই পরিষ্কার করে দিয়েছে। হয়তো তার দেশে ফেরা এবং শেরে বাংলা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলে মাঠ থেকে বিদায় নেয়ার সম্ভাবনাও উজ্জ্বল হবে। যেহেতু বিপিএলের ঢোলও বাজতে শুরু করেছে, তিনদিন পর বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে।