সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
রাওয়ালপিন্ডি টেস্টে ঐতিহাসিক জয় পেয়ে ইতিহাস করেছে বাংলাদেশ। পঞ্চম দিনে ম্যাচটিতে জ্বালানি এনে দিয়েছেন বাংলাদেশের বোলাররা। যেখানে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসান।
বাঁহাতি স্পিনার দ্বিতীয় ইনিংসে ৪৪ রানে নিয়েছেন ৩ উইকেট। তার শিকার হন নাসিম শাহম আব্দুল্লাহ শফিক ও সৌদ শাকিল। স্পিন বিষে স্বাগতিকদের নীল করে সাকিব মাথায় পেয়েছেন আরেকটি মুকুট। নাসিমের উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাঁহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট এখন সাকিবের।
শীর্ষে উঠতে সাকিব পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ড্যানিয়েল ভেট্টরিকে। ভেট্টরি ৪৪২ আন্তর্জাতিক ম্যাচে ৭০৫ উইকেট নিয়েছেন। ৪৪৪ ম্যাচে সাকিবের শিকার ৭০৬ উইকেট। তাদের দুজনের পর ৫৬৮ উইকেট নিয়ে তিনে আছেন রবীন্দ্রর জাদেজা।