সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
পারফরম্যান্সের বিচারে নিজের সেরা ছন্দে নেই সাকিব আল হাসান। বল হাতে খানিকটা কার্যকরী থাকলেও ব্যাটিংয়ে বহুদিন ধরেই বিবর্ণ সাবেক টাইগার অধিনায়ক। তার ক্যারিয়ারের শেষটা তাই অনেকেই যেন দেখে ফেলছেন।
৩৭ বর্ষী সাকিবের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলাভাবেই কথা বললেন মেহেদী হাসান মিরাজ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সোমবার জাতীয় দলের অনুশীলন শেষে মি. অলরাউন্ডার পরবর্তী যুগে তাকে দায়িত্ব পালন করতে হবে।
মিরাজ বলেন,‘এখন আমরা দুজনই খেলছি। দুজনই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি। সবারই একটা পর্যায়ে অবসরে যেতে হয়। সব দলেই কিন্তু এমন আছে যে বদলি ক্রিকেটার আসা। সাকিব ভাই যখন খেলবে না, তখন হয়তো আমার দায়িত্বটা দলের জন্য আরো গুরুত্বপূর্ণ হবে।’
একই দলে দুই অলরাউন্ডারের থাকাটা যে কাজে লাগে, মিরাজ সেই বাস্তবতাও তুলে ধরেন। বোলিংয়ের সঙ্গে ব্যাটিংয়েও নিজের অবদান রাখতে পারায় আনন্দিত বলেও মন্তব্য করেন।
‘একটা দলে যদি দুজন অলরাউন্ডার খেলে, দলের জন্য অনেক সুবিধা থাকে। যেহেতু আমার ব্যাটিংটা এখন ভালো হচ্ছে। শুরুর দিকে আমার ব্যাটিংটা সেভাবে পায়নি দল। আমি বোলার হিসেবে খেলেছি। এখন অবদান রাখছি, খুব ভালো লাগছে।’