নিজস্ব ক্রীড়া প্রতিবেদক »
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত জিপিএইচ ইস্পাত সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল লিগ ২০২২ আসর সহজ জয় দিয়ে মিশন শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) একাদশ। গতকাল (৫ সেপ্টেম্বর) এম এ আজিজ স্টেডিয়ামে দ্বিতীয় দিনে নিজ প্রথম খেলায় বর্তমান রানার্সআপরা ৩-০ গোলে কাস্টমস স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে জয়লাভ করেছে। বিজয়ী দলের ডালিম বর্মণ, জাহেদুল ও ইনামুল গাজি ১টি করে গোল করেন।
খেলার প্রথমার্ধে ৯ মিনিটের ব্যবধানে তিন গোল পেয়ে স্বস্তিতে থাকে চসিক একাদশ। এতে সকলের ধারণা ছিল, তারা গোল উৎসবে মেতে থাকবে। কিন্তু বাকি সময়ে আর গোলের দেখা পায়নি আসাদুর রহমানের শির্ষ্যরা। ১৯ মিনিটে গোলের সূচনা করেন ডালিম। ডানপ্রান্ত থেকে বোরহানের সেন্টার বক্সে পেয়ে ডালিম জালে পাঠাতে সক্ষম হন (১-০)। ২ মিনিট পর ব্যবধান ২-০ করেন জাহেদুল। বক্সের বাইরে ডানপ্রান্ত থেকে জাহেদুলের দুর্দান্ত শট বাঁক খেয়ে জাল স্পর্শ করে। ২৮ মিনিটে জাহেদুলের ক্রস থেকে ইনামুল গাজির শট কাস্টমসের জালে ঠাঁই নেয় (৩-০)। এ অবস্থায় কাস্টমস দল হতাশ না হয়ে প্রতিপক্ষের গোলমুখে হানা দিয়েছে, কিন্তু দূর্বল ফিনিশিং এর জন্য তারা গোলের দেখা পায়নি। সরকারি অফিস দল কাস্টমস ক্লাব একবার শিরোপা জয় করলেও এবারে ভালো দল গঠনে ব্যর্থ হয়েছে। ম্যাচসেরা জাহেদুলের হাতে ক্রেস্ট ও নগদ এক হাজার টাকা তুলে দেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ সভাপতি নজরুল ইসলাম লেদু। আজকের খেলা: কোয়ালিটি স্পোর্টস ক্লাব-বিসিআইসি ক্রীড়া সংসদ (৩টা ৩০)।