সরকার লাইফ সাপোর্টে

বিএনপি আয়োজিত সমাবেশে নোমান

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, আওয়ামী লীগ সরকার সারাবিশ্বে বন্ধুহীন হয়ে গেছে। সরকারের অপকর্মের খেসারত দিতে হচ্ছে দেশের জনগণকে। সরকার এখন লাইফ সাপোর্ট, যে কোন সময় বিদায়ী সাইরেন বেজে উঠবে।
গতকাল বিকাল ৩টায় নগরীর পাহাড়তলী সাগরিকা স্কয়ারের সামনের মাঠে পাহাড়তলী থানা বিএনপি’র উদ্যোগে আগামী ৫ অক্টোবর চট্টগ্রাম অভিমুখে বিএনপি ঘোষিত রোড মার্চ কর্মসূচির সমর্থনে আয়োজিত এক সমাবেশে আবদুল্লাহ আল নোমান প্রধান অতিথির বক্তব্য রাখেন।

নোমান বলেন, দেশের জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের একদফা দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে। এ এক দফা দাবিতে বিএনপি ঘোষিত আগামী ৫ অক্টোবর চট্টগ্রাম অভিমুখে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের রোড মার্চে অংশগ্রহণ করে সবাইকে ইতিহাসের সাক্ষী হওয়ার আহ্বান জানিয়ে আবদুল্লাহ আল নোমান বলেন, বিএনপি বিজয়ের মুখোমুখি আর আওয়ামী লীগ পরাজয়ের দ্বারপ্রান্তে। কোন ষড়যন্ত্র ও চক্রান্ত করে ক্ষমতা প্রলম্বিত করার কোনো সুযোগ আওয়ামী লীগ পাবে না। জনগণকে সঙ্গে নিয়ে তাদের সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

পাহাড়তলী থানা বিএনপি’র সভাপতি হাজী বাবুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসীম উদ্দীন জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর বিএনপি নেতা শামসুল আলম, এস কে খোদা তোতন, অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, আহমেদুল আলম রাসেল, গাজী সিরাজ উল্লাহ, হাজী নবাব খাঁন, পটিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়া, হালিশহর থানা বিএনপি’র সভাপতি মোশারফ হোসেন ডিপ্টি, পাঁচলাইশ থানা বিএনপি’র সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, মহিলা দলের সাধারণ সম্পাদিকা জেলী চৌধুরী, মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসীন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, সরাইপাড়া ওয়ার্ড বিএনপি’র সভাপতি খাজা আলাউদ্দীন, সাধারণ সম্পাদক আশরাফ খাঁন, দক্ষিণ কাট্টলী ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক সাইফুল আলম, সদস্য সচিব মোহাম্মদ শফিউল্লাহ, উত্তর হালিশহর ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোশারফ জামাল, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আরজু, রামপুর ওয়ার্ড বিএনপি’র সভাপতি শরিফুল ইসলাম, শুলকবহর ওয়ার্ড বিএনপি’র সভাপতি কাজী শামসুল আলম, সাধারণ সম্পাদক হাসান ওসমান, পাহাড়তলী ওয়ার্ড বিএনপি’র সভাপতি জাহেদ মাষ্টার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ, মহানগর বিএনপি নেতা আবদুল হালিম স্বপন প্রমুখ।

প্রধান বক্তার বক্তব্যে মীর মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, সরকার রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে দেউলিয়া হয়ে গেছে।
বিশেষ অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, সরকার পতনের এক দফা আন্দোলন এখন চূড়ান্ত পর্যায়ে। চট্টগ্রাম অভিমুখে আগামী ৫ অক্টোবরের রোড মার্চ কর্মসূচিতে গণজাগরণ সৃষ্টি হবে। চট্টগ্রামবাসী রোড মার্চে অংশগ্রহণকারীদের স্বাগত জানাতে সর্বাত্মকভাবে প্রস্তুতি গ্রহণ করেছে। বিজ্ঞপ্তি