বিক্ষোভ সমাবেশে মাহতাব উদ্দিন চৌধুরী
‘ত্রিশ লাখ বাঙালির রক্ত দিয়ে অর্জিত এই স্বাধীনতা কখনো বৃথা যেতে পারে না। যারা স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত করছে তাদের ক্ষমা নেই। প্রয়োজনে আবারো এক নদী রক্ত ঢেলে দেব।
গতকাল বিকেলে অলঙ্কার মোড়ে নগর আওয়ামী লীগ ঘোষিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী একথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত বিশ্বে পরিণত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। এই যাত্রাপথে কন্টক থাকবেই। তবে তাকে সমূলে উৎপাটিত করতে হবে।
তিনি আরো বলেন, বিজয়ের মাসে আমরা জনকল্যাণে নিবেদিত হয়ে অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য ধাবিত হচ্ছি। এই মুক্তি অর্জনে মানুষের ঘরে ঘরে গিয়ে বর্তমান সরকারের সাফল্যের বার্তাগুলো পৌঁছে দিতে হবে। আমরা যদি তা করতে পারি কোনো অপশক্তিই আমাদেরকে ঠেকাতে পারবে না। বিশেষ অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ নঈম উদ্দীন চৌধুরী, নুরুল আবছার মিয়ার সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের সদস্য সাবেক কমিশনার নিছার উদ্দীন মঞ্জুর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, আইন সম্পাদক এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, বন পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন, ধর্ম সম্পাদক আলহাজ্ব জহুর আহমেদ, শ্রম সম্পাদক আব্দুল আহাদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী। বিজ্ঞপ্তি
বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন থানা আওয়ামী লীগের কাজী আলতাফ হোসেন, হাজী আবু তাহের, রেজাউল করিম কায়সার, ওয়ার্ড আওয়ামী লীগের হাজী নুরুল আমিন, অধ্যাপক মো. ইসমাইল, হাজী সাবের আহমেদ সওদাগর, আসলাম হোসেন, সরওয়ার মোর্শেদ কচি, হাজী আলী বক্স, গিয়াস উদ্দীন জুয়েল, জহুরুল আলম জসিম, মো. ইকবাল চৌধুরী, এরশাদ মামুন, লায়ন শওকত আলী, লুৎফল হক খুশি প্রমুখ। বিজ্ঞপ্তি