সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবি: প্রধান উপদেষ্টা জাপান থেকে ফিরলে সিদ্ধান্ত

আগামী ৩১ মে জাপান সফর থেকে ফেরার পর ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলে কর্মচারীদের দাবির বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানাবেন মন্ত্রিপরিষদ সচিব। সিদ্ধান্ত হবে তারপরে। এমনটা জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমদ।

আজ বুধবার (২৮ মে) সকালে সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবি নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা জানান।

সরকারের ৭ সচিবের সমন্বয়ে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির প্রধান ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ। এ সময় কর্মচারীদের আন্দোলন কর্মসূচি স্থগিত রাখার আহবান জানান তিনি। তবে কর্মসূচি স্থগিত রাখা হবে কিনা, তা আলোচনা করে জানানো হবে বলে জানান সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম।

এর আগে, মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে চারদিনের রাষ্ট্রীয় সফরে জাপানের উদ্দেশে রওনা দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

গত বৃহস্পতিবার (২২ মে) উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন হয়। এরপর থেকে এই অধ্যাদেশ বিরোধিতা করে আন্দোলনে নামেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। কর্মচারীদের আন্দোলনে গত ৪ দিন ধরে একরকম অচল হয়ে পড়ে সচিবালয়।