চট্টগ্রামের সরকারি কলেজগুলোতে দিন দিন বাড়ছে শিক্ষার্থীর সংখ্যা। সেই তুলনায় বাড়েনি শিক্ষকের সংখ্যা। অনেক কলেজের কোনো কোনো বিভাগে ধার করা শিক্ষক দিয়ে চলছে পাঠদান। আবার হাজার শিক্ষার্থীর বিপরীতে রয়েছেন একজন শিক্ষক। কিছু কলেজে নিয়োগে আমলাতান্ত্রিক জটিলতা, আবার কোনো কলেজে পদ সৃষ্টি না হওয়ায় শিক্ষক নিয়োগ হচ্ছে না দীর্ঘদিন। এতে শিক্ষক সংকট নিয়েই চলছে এসব কলেজের শিক্ষা কার্যক্রম।
চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ও মার্কেটিং বিষয়ে স্নাতক চালুর ৬ বছরেও শিক্ষক নিয়োগ হয়নি। ধার করা শিক্ষকে পাঠদান চলছে। এতে শিক্ষকদের হিমশিম খেতে হচ্ছে। ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। শিক্ষক সংকট রয়েছে কলেজটির আরও পাঁচটি বিভাগে। কলেজটিতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে আট হাজার। বিপরীতে শিক্ষক আছেন মাত্র ২৫ জন। কলেজ সূত্রে জানা গেছে, শিক্ষক নিয়োগ না দিয়ে বিভাগ খোলা হয়েছে। এখন ধার করা শিক্ষক দিয়ে পাঠদান কার্যক্রম চলছে। শিক্ষক নিয়োগ দিতে কয়েকবার শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও কাজ হয়নি। শিক্ষক সংকট রয়েছে চট্টগ্রাম সরকারি কলেজেও। বর্তমানে কলেজটিতে উচ্চমাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত সব মিলিয়ে ১৮ হাজার শিক্ষার্থী রয়েছেন। বিপরীতে শিক্ষক আছেন ১৫৫ জন। কলেজ কর্তৃপক্ষ বলছে, ঠিকভাবে পাঠদান চালাতে গেলে অন্তত ২০৪ জন শিক্ষক প্রয়োজন। অন্যদিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অবস্থিত স্যার আশুতোষ সরকারি কলেজে শিক্ষার্থী সংখ্যা প্রায় ৬ হাজার। শিক্ষক সংখ্যা মাত্র ৩১ জন।
সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রাম মহানগর এবং চট্টগ্রামের নামকরা এসব কলেজে শিক্ষক সংকটে রয়েছে। এটি খুবই দুঃখজনক। অনেক কলেজের গুরুত্বপূর্ণ বিভাগে দীর্ঘদিন পেরিয়ে গেলেও শিক্ষক নিয়োগ দিতে পারেনি কর্তৃপক্ষ। এটি জাতির জন্য হতাশার। এতে শিক্ষার্থীরা অনেক কিছু থেকেই বঞ্চিত হচ্ছে।
একটি উদাহরণ দেওয়া যায় যেমন, চট্টগ্রাম নগরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ। এ কলেজে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট চলছে। অনেক বছর পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটিতে শিক্ষকের পদ সৃষ্টি করা হয়নি। কলেজটিতে বর্তমানে শিক্ষার্থী রয়েছে প্রায় ১৬ হাজার। বিপরীতে শিক্ষক আছেন ৭৬ জন।
কাজেই বোঝা যাচ্ছে অন্যান্য কলেজগুলোর কী অবস্থা! এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। শিক্ষাকে অগ্রাধিকার না দিলে জাতি হিসেবে আমরা বহু পিছনে পড়ে যাব তা সরকারের না বোঝার কথা নয়। এত উন্নয়নের সঙ্গে শিক্ষার উন্নয়ন না হলে এ উন্নয়ন টেকসই হবে না।
এ মুহূর্তের সংবাদ