নিজস্ব প্রতিবেদক »
বোতলের গায়ে ‘‘ফর্টিফাইড সয়াবিন’ লেখা থাকলেও বাজারে বিক্রি হচ্ছে পাম ওয়েল (পাম তেল)। এমন এক কারখানার সন্ধান উঠে আসে ভোক্তা অধিকারের অনুসন্ধানে। কমমূল্যের পাম তেলকে সয়াবিন হিসেবে বিক্রির পাশাপাশি দামও নেওয়া হচ্ছে বেশি। যার দায়ে কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করে দেয়া হয়েছে।
গতকাল বুধবার নগরের কালুরঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তাধিকারের বিভাগীয় উপপরিচালক মো. ফয়েজ উল্যাহ। সহযোগী হিসেবে ছিলেন সহকারী পরিচালক আনিছুর রহমান, রানা দেবনাথ, মাহমুদা আক্তার ও ক্যামেরাম্যান মো. আফতাবুজ্জামান (ক্যামেরাম্যান)। এছাড়া অভিযানকে আইনি সহযোগিতা করেন সিএমপির একটি দল।
ভোক্তা অধিকার টিম জানায়, কালুরঘাট এলাকায় সাকসেস অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোতলজাতকরণ কারখানায় গিয়ে দেখা যায়, ৯০০ মিলিলিটারের বোতলে ৮২০ থেকে ৮৩০ মিলিলিটার সুপার পাম তেল দিচ্ছে। কিন্তু বোতলের লেভেলে ‘ফর্টিফাইড সয়াবিন’ তেলের বিজ্ঞাপন রয়েছে। লিটার হিসেবে তারা প্রতি লিটার ২২৫ টাকা দরে বাজারজাত করছে। এছাড়াও মেয়াদ উত্তীর্ণ ভিটামিন ‘এ’সহ বিভিন্ন মেয়াদউত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করছে বাজারজাত এসব তেলে। এ সমস্ত কারণে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া সাময়িক সময়ের জন্য প্রতিষ্ঠানটি সিলগালা করে মোড়কজাত কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে একই অভিযানে কাজীরহাট এলাকায় অবস্থিত মেসার্স আল্লাহর দান স্টোরে ক্রেতার কাছে অধিকমূল্যে খোলা সুপার তেল বিক্রি ও বোতলজাত সয়াবিন তেল লুকিয়ে রাখার কারণে ৫ হাজার টাকা, মেসার্স মালতি স্টোরকে ১০ হাজার টাকা, মেসার্স বিসমিল্লাহ স্টোরকে ১৫ হাজার টাকা, আরেকটি স্টোরকে ১০ হাজার টাকাসহ মোট ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তাধিকারের বিভাগীয় উপপরিচালক মো. ফয়েজ উল্যাহ বলেন, সয়াবিন কারখানায় গিয়ে দেখা যায়, তারা প্রকৃত সয়াবিন বিক্রি করছে না। যেসব সয়াবিন মোড়কজাত বোতলে বিক্রি করছে তা প্রকৃত পাম তেল। যার বাজার দাম অনেক কম। কিন্তু তারা বোতলের গায়ের মোড়কে লিখে রাখছে ‘ফর্টিফাইড সয়াবিন’ তেল। যার দায়ে কারখানাটিকে ২ লাখ টাকা জরিমানার পাশাপাশি সাময়িক সিলগালা ও মোড়কজাত কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়। অন্য পাঁচটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়।
জনস্বার্থে বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।