ইপসা’র বিএনএফ দিবস উদযাপন
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে উন্নয়ন সংগঠন ইপসা।
এতে অতিথি ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর সাধারণ পরিষদের সদস্য এবং ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান। বুধবার বেলা ১১টায় ইপসার প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়। বিএনএফ’র সহযোগী সংস্থার প্রতিনিধি ছাড়াও এতে ইপসার বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ইপসার প্রোগ্রাম অফিসার সাদিয়া তাজিনের সঞ্চালনায় সভায় অতিথির বক্তব্যে মো. আরিফুর রহমান বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় সরকারের সহযোগী সংস্থা হিসেবে এনজিও’দের অকৃত্রিম ভূমিকা রয়েছে। এরই স্বীকৃতি হিসেবে চট্টগ্রামের কিছু উন্নয়ন সংস্থাকে সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন’র সহযোগী সংস্থা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিএনএফের মাধ্যমে সরকার তথা রাষ্ট্রের সাথে দেশে কর্মরত উন্নয়ন সংস্থাগুলোর অনন্য সেতুবন্ধন স্থাপিত হবে। সমন্বিত ও অংশীদারীত্বের ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করলে দেশের অগ্রগতি তরান্বিত হবে। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পলাশ চৌধুরী, মোর্শেদ চৌধুরী, লিটন চৌধুরী, মোহাম্মদ জোবায়ের ফারুক, মো. নুরুল আলম মানিক, সোমা দত্ত, মো. ইসমাইল মিন্টু, রিংকী দেব, মো. আলী শাহিন, মো. ওমর শাহেদ হিরো, মো. আবদুস সবুর প্রমুখ। বিজ্ঞপ্তি