চট্টগ্রাম সিটি করপোরেশন স্বাস্থ্য বিভাগ পরিচালিত নগরীর ৪১টি ওয়ার্ডের ৭টি ইপিআই জোনে চলমান ইপিআই স্বাস্থ্যসেবাকে আরো অধিকতর গতিশীল ও জোরদার করার লক্ষ্যে চসিকে কর্মরত সকল জোনাল মেডিক্যাল অফিসার, ইপিআই টেকনিশিয়ান ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের নিয়ে ইপিআই ত্রৈমাসিক সমন্বয় সভা চসিক জেনারেল হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জোনাল মেডিক্যাল অফিসার ডা. মো. ইমাম হোসেন রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এমও ইনচার্জ ডা. আশিষ কুমার মুখার্জী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিভিশনাল কো-অর্ডিনেটর ডা. ইমং প্রু চৌধুরী, জোনাল মেডিক্যাল অফিসার ডা. মো. রফিকুল ইসলাম, ডা. তপন কুমার চক্রবর্তী, ডা. মো. হাসান মুরাদ চৌধুরী, ডা. সুমন তালুকদার, ডা. আকিল মাহমুদ নাফে, ডা. জুয়েল মহাজন।
সভায় বিগত ৮ মাসের ইপিআই কার্যক্রমের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন এর মাধ্যমে তথ্য উপাত্ত উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. সরওয়ার আলম। সভা পরিচালনা করেন ভ্যাকসিনেশান ইনচার্জ মো. আবু ছালেহ। প্রধান অতিথি বক্তব্যে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন সিটি প্রশাসক খোরশেদ আলম সুজনের দিক-নির্দেশনায় নগরীর চিকিৎসা সেবা কাজে গতিশীলতা আনতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়।
সিটি করপোরেশন এলাকায় ইপিআই কার্যক্রমকে জোরদার করার লক্ষে পরবর্তী ৪ মাসের মধ্যে ইপিআই কার্যক্রমকে শতভাগ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট জোনাল মেডিক্যাল অফিসারদের নির্দেশ দিয়ে তিনি বলেন ৭টি ইপিআই জোনে টিকাদানের কভারেজ, ড্রপ আউট, রিপোর্টিং, সুপারিভিশন কার্যক্রম এর বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বিশেষ করে প্রতিটি ঘরে গিয়ে হাম ও রুবেলা (২য় ডোজ) টিকা প্রাপ্ত শিশুদের টিকা প্রাপ্তি নিশ্চিত করতে হবে। সভায় জোনাল মেডিক্যাল অফিসাররা চলমান ইপিআই কার্যক্রমকে জোরদার করার লক্ষ্যে নিয়মিত সুপারভিশন, মনিটরিং ও অন্যান্য কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার নিমিত্তে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার প্রতিশ্রুতি দেন।
সমন্বয় সভায় সরকারি/ বেসরকারি সংস্থার ৪০ জনের অধিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
মহানগর