সভায় বক্তারা
এডাব চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে এক সভা অনুষ্ঠিত হয়। এডাব চট্টগ্রামের সভাপতি ও ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারুর সভাপতিত্বে এবং এডাব চট্টগ্রাম জেলা কমিটির সদস্য সচিব ও ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়–য়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর আবিদা আযাদ, অতিথি ছিলেন উৎসের প্রধান নির্বাহী, মোস্তফা কামাল যাত্রা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এ সভায় বক্তব্য দেন আইএসডিই’র কামরুন নাহার শম্পা, ক্যাব চট্টগ্রামের যুগ্ম সম্পাদক জানে আলম। আলোচনায় অংশ নেন বনফুলের কোহিনুর বেগম, সংশপ্তকের অগ্রদূত দাশগুপ্ত, কারিতাসে সোমা বড়–য়া, উৎসের সাফিয়া বেগম, স্বপ্নীল বাংলাদেশের স্বাগতম বড়–য়া প্রমুখ।
বক্তারা বলেন, ‘বাংলাদেশে নারী নেতৃত্ব অনেক পথ অতিক্রম করে আসছে। বাংলাদেশ প্রান্তিক পর্যায়ে নারীদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন সরকারি সেবা প্রাপ্তি ও সম্পদে প্রবেশগম্যতা বৃদ্ধির মাধ্যমে নারীদের আর্থিক ও সামাজিক ভাবে ক্ষমতায়িত করার কাজ করে যেতে হবে। বিশ্বব্যাপী নারী পুরুষ সম্মিলিতভাবে চিন্তাশক্তির রূপান্তর, মনোভাব ও বিশ্বাসের পরিবর্তন আনতে হবে তবেই সমতার বিশ্ব প্রতিষ্ঠিত হবে’। বিজ্ঞপ্তি