সুপ্রভাত ডেস্ক :
উত্তর-মধ্য থেকে দক্ষিণ, ভারতের সব অঞ্চলের ছবিতে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন বিউটি ক্রিমের আলোচিত ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইয়ামি গৌতম। হাতে যার এই মুহূর্তে ভিন্ন ধারার ৮টি ছবি। এসব বিষয়ে সম্প্রতি কথা বলেছেন বম্বে টাইমসের সঙ্গে।
সিনেমার ‘ভাষা’ যেটাই হোক না কেন, আমি ভারসাম্য রেখে কাজ করতে জানি। এখন যে সময়টা যাচ্ছে, তাতে বৈচিত্র্যময় কনটেন্ট নিয়ে একটু নাড়াচাড়া করতেই হচ্ছে। এখন হিন্দি একটা ছবি নিয়ে খানিকটা ব্যস্ত হলেও সমানতালে অন্য কিছুও খুঁজছি। ব্যক্তিগতভাবে অঞ্চলভিত্তিক বা সব ভাষার ছবি নিয়েই আমার আগ্রহ আছে।
‘উল্লাসা উতসাহা’ (২০০৯) নামের কান্নাড়া ছবির মাধ্যমে অভিষেক ইয়ামি গৌতমের। এরপর তেলেগু, তামিল, মালায়লাম, পাঞ্জাবি- কিছুই বাদ রাখেননি। ইয়ামি এখন ব্যস্ত আছেন ‘ভূত পুলিশ’ ও ‘দাসভি’ নামের দুটি ছবির কাজে। বাকি ৬টির প্রাথমিক কাজও চলছে পাশাপাশি। খবর : বাংলাট্রিবিউন’র।
বিনোদন