সন্ত্রাসী হামলায় সাবেক ইউপি সদস্য আহত, চমেক হাসপাতালে ভর্তি

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত আবদুল মজিদ

নিজস্ব প্রতিনিধি, সাতকানিয়া

সাতকানিয়ায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে সাবেক এক ইউপি সদস্যের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (১ এপ্রিল) রাতে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ডিলার পাড়ার তিনপথের মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার ইউপি সদস্যের নাম আবদুল মজিদ (৪৮)। তিনি সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য,  মির্জাখীল বাজারের মধুবন নামক মিষ্টির দোকানের ব্যবসায়ী এবং ওই এলাকার মৃত কালু মিয়ার ছেলে। সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় আবদুল মজিদের সাথে থাকা ১ লাখ ৩০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন সাবেক ইউপি সদস্য আবদুল মজিদ। বাড়ির কাছাকাছি পৌঁছলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা সশস্ত্র সন্ত্রাসীরা তাঁর গাড়ির গতিরোধ করে প্রথমে কিরিচ দিয়ে মাথায় আঘাত করে মাটিতে ফেলে দেয়। পরে  সন্ত্রাসীরা মজিদকে এলোপাতাড়ি মারধর করে মৃত ভেবে রাস্তার পাশে ফেলে দেয়।চলে যাওয়ার সময় সন্ত্রাসীরা মজিদের পকেটে থাকা দোকানের মালামাল বিক্রি বাবদ ১ লাখ ৩০ হাজার টাকা ও মোবাইল নিয়ে যায়। পরে ওই সড়ক দিয়ে যাতায়াতকারী লোকজন গুরুতর আহত মজিদকে দেখতে পেয়ে ঘরে খবর দিলে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলার একটি বেসরকারি হাসপাতাল প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।

সাবেক ইউপি সদস্যের ছোটভাই মোহাম্মদ আবদুল মালেক জানান, আমার ভাই দোকান বন্ধ করে রাতে মোটর সাইকেল নিয়ে বাড়িতে আসার পথে আমাদের পাড়ার (ডিলার পাড়া) তিন পথের মাথায় পৌঁছলে সশস্ত্র সন্ত্রাসীরা প্রথমে মুখে স্প্রে মারে। পরে ধারালো কিরিচের কোপ দিয়ে মাথার ডান পাশে আঘাত করে মাটিতে ফেলে দেয়। এসময় তাদের হাতে থাকা লোহার রড় ও মোটর সাইকেলের চেইন দিয়ে ডান পাসহ সমস্ত শরীর আঘাত করে
মৃত ভেবে রাস্তার পাশে ফেলে দিয়ে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে  পূর্বদিকে চলে যায়।

এসময় সন্ত্রাসীরা বড় ভাইয়ের নিকট থাকা কালো পলিথিনে মোড়ানো ১ লাখ ৩০ হাজার টাকা ও তার ব্যবহৃত মোবাইল নিয়ে যায়। এ ঘটনায় আমরা থানায় মামলা করব।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো.জাহেদুল ইসলাম জানান, খবর পেয়ে সকালে (বুধবার) সাবেক ইউপি সদস্যের বাড়িতে পুলিশ পাঠিয়ে বিস্তারিত জানার চেষ্টা করেছি , বিষয়টি নিয়ে আরও বেশি জানার জন্য তদন্ত চলমান রয়েছে। তবে, এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ বা মামলা করেনি।