সুপ্রভাত ডেস্ক »
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ব্যক্তিগত সততার স্বীকৃতি হিসেবে সম্মাননা পেয়েছেন প্রবাসী বাংলাদেশি আজিজুদ্দীন তালুকদার (৩৬)। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শাহনগর গ্রামের বাসিন্দা আইউব আলী তালুকদারের ছেলে।
পুলিশ জানায়, আজিজ দুবাইয়ের নায়েফ গোল্ড সুকে চাকরির পাশাপাশি ভাড়ায় গাড়ি চালান। সোমবার রাতে তিনি এক ব্রিটিশ দম্পতিকে আতানা হোটেলে পৌঁছে দেন। পথে দম্পতি আল বাশরার একটি রেস্তোরাঁয় খাওয়ার পর হোটেলে নেমে যান, তবে গাড়িতে ফেলে যান হাতব্যাগ। তাতে ছিল পাসপোর্ট, ক্রেডিট কার্ড, মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র।
পরদিন নায়েফ পুলিশ স্টেশনের মাধ্যমে আজিজ ব্যাগটি মালিকদের ফেরত দেন। ব্রিটিশ দম্পতি নগদ অর্থ দিতে চাইলে আজিজ তা নিতে রাজি হননি। তিনি জানান, কেবল দায়িত্ববোধ থেকেই তিনি এ কাজটি করেছেন।
আজিজ বলেন, যাত্রীদের উদ্বিগ্ন অবস্থার কথা ভেবে আমি দ্রুত পুলিশ স্টেশনে পৌঁছে যাই। ব্যাগ ফেরত দেওয়া আমার দায়িত্ব, বিনিময়ে কিছু নেওয়ার প্রশ্নই আসে না
ব্যাগ ফিরে পেয়ে ব্রিটিশ দম্পতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এটি না পেলে তাদের নির্ধারিত লন্ডনগামী ফ্লাইট ধরা সম্ভব হতো না।