নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ ও সীতাকুণ্ড
চন্দনাইশ ও সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। চন্দনাইশে বাস, মোটরসাইকেল-রিকশার ত্রিমুখী সংঘর্ষে দুই ব্যক্তি মারা গেছেন। এরা হলেন মৃদুল কান্তি নাথ (৬০) ও মো. আব্দুল্লাহ (৩৫)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আমির হোসেন (৪০) ও কুতুব মিনার (২২)। এছাড়া আহত আরও তিনজনের নাম পাওয়া যায়নি, কিন্তু তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
গতকাল রোববার দুপুর ১টা ৪৫মিনিটে উপজেলার দোহাজারী পৌরসদর এলাকায় হাজারী মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসের ড্রাইভারকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দোহাজারী পৌরসদর এলাকায় হাজারী মার্কেটের সামনে যাত্রীবাহী বাস দ্রুত গতিতে এসে প্রথমে মোটরসাইকেলকে ধাক্কা দিলে তা ছিটকে পড়ে যায়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশাযাত্রী ও পথচারী ঘটনাস্থলেই নিহত হয়। মুমূর্ষু অবস্থায় অটোরিকশা চালকসহ দুজনকে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দোহাজারী হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা.আহমেদ তানজিমুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহত ২ ব্যক্তি হাসপাতালে আনার আগে মারা যান।
দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মো. এরফান বলেন, নিহত পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।
সীতাকুণ্ড
পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি ও এক মহিলাসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি এবং ভাটিয়ারীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোপাল জলদাস (৫৫) ভাটিয়ারী ইউনিয়নের বগুলা বাজার এলাকার জেলে পাড়ার বসন্ত জলদাসের পুত্র। আব্দুল্লা আল নোমান (১৯) সোনাইছড়ি ইউনিয়নের ফুলতলা এলাকার নাজিম উদ্দিনের পুত্র।
জানা যায়, শনিবার রাত সাড়ে ৭টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর বগুলা বাজার এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক নারী নিহত হন। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
অপরদিকে রাত সাড়ে ৯টার সময় একই ইউনিয়নের মদনহাট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গোপাল জলদাস ও আব্দুল্লা আল নোমান নিহত হন। গোপাল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকামুখী দ্রুতগামী একটি মোটরসাইকেলের সামনে এসে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। মোটরসাইকেল আরোহী নোমান সড়ক থেকে ছিটকে বিদ্যুতের পিলারের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে গোপালকে চট্টগ্রাম মেডিক্যালে ও নোমানকে একটি প্রাইভেট হাসপাতালে পাঠায়। রাতে চিকিৎসাধীন অবস্থায় গোপাল জলদাস মারা যান। গতকাল রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে নোমান মারা যান।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, বগুলা বাজার এলাকায় বাসের ধাক্কায় এক মানসিক ভারসাম্যহীন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বাসসহ চালককে আটক করা হয়েছে।