সংবাদদাতা, আনোয়ারা ও প্রতিনিধি লোহাগাড়া »
লবণের পানিতে পিচ্ছিল আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়ক যেন এক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। লবণাক্ত পিচ্ছিল সড়কে ফের দুর্ঘটনায় নাজির (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে পিএবি সড়কের বরুমচড়া রাস্তার মাথা এলাকায় কার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্র জানা যায়, নিহত মো. নাজির (৩৫) উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরী এলাকার মো. মালেকের ছোট ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে একটি দ্রুতগতির প্রাইভেট কারের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএসজি যাত্রী গুরুতর আহত মো. নাজিরকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে প্রেরণ করে। পরে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে লোহাগাড়ায় বাস-ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ১ শ্রমিক নিহত হয়েছে।
শুক্রবার সকাল ৭টায় কক্সবাজারমুখী একটি বাস ও বিপরীতমুখী ট্রাকের মধ্যে এ দুর্ঘটনা ঘটেছে বলে সূত্র জানায়। লোহাগাড়া উপজেলার চুনতি মিঠার দোকান নামক এলাকায় চট্টগ্রাম-কক্সবাজর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মারা গেছেন মফিজ মোল্লা (৩০) নামে একজন। তিনি দুর্ঘটনা কবলিত ট্রাকের শ্রমিক এবং ভোলা চরফ্যাশন এলাকার বাসিন্দা।
এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক আবদুল মন্নানসহ (৩৫) ৪জন। আহত অন্যরা হলেন মো. সোলাইমান (৩০), মো. রবিউল (২৭) ও মো. মামুন (২৫)। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি ও নিহত শ্রমিকের মরদেহ দোহাজারী হাইওয়ে থানা পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।