এডাব ও সংশপ্তকের যৌথ সভা
সংরক্ষিত ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এডাব ও সংশপ্তক এর যৌথ আয়োজনে, সার্পোটিং এনগেজমেন্ট অব দি সিভিল সোসাইটি ফর কোভিড-১৯ রেসপন্স একটি ভিটিস প্রকল্পের উদ্যোগে লিটন চৌধুরীর সভাপতিত্বে করোনা সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সচেতনতামূলক সভায় প্রধান অতিথি ছিলেন ৮ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর নিলু নাগ।
বিশেষ অতিথি ছিলেন পূর্ব মাদারবাড়ীওয়ার্ড কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী, ৯,১০,১৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর তসলিমা নুরজাহান রুবি ও মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সম্পাদক ডা. সজীব তালুকদার।
সভায় প্রধান অতিথি বলেন করোনা মোকাবেলা কারো একার পক্ষে সম্ভব নয়, এজন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। সকলকে মিলে এই মহামারীকে দূর করতে হবে। সেজন্য চাইসচেতনতা, আমরা সকলে সচেতন হলে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। সচেতনতাই করোনা মোকাবেলার একমাত্র উপায়।
সভায় আরো বক্তব্য রাখেন পূর্বার সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়, এডাব বিভাগীয় সমন্বয়কারী এস.এম আনিসুর রহমান, মো. আক্তার হোসাইন, এস.আইসদরঘাট থানা, আলকরণ মসজিদের ইমাম আবদুর রহমান বক্তব্য রাখেন।
এছাড়া ২২ ওয়ার্ড এর সচিবসহ ৩৫ জনসদস্য সভায় অংশগ্রহণ করেন।
সভা পরিচালনা করেন সংশপ্তক এর প্রোগ্রাম ম্যানেজার জয়নাব বেগম চৌধুরী ও ক্যাম্পেইন অফিসার হুজ্জাতুল ইসলাম সাঈদ। বিজ্ঞপ্তি