মেয়রের সাথে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নেতৃবৃন্দের মতবিনিময়
বীর চট্টগ্রাম বাঙালি সংস্কৃতির অন্যতম সূতিকাগার। চট্টগ্রাম সংস্কৃতির ক্ষেত্রে সমৃদ্ধ। তবে দীর্ঘদিন ধরে সংস্কৃতির পৃষ্ঠপোষকতা ও যথাযথ পরিচর্যা না থাকায় চট্টগ্রামের সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। অচিরেই সরকারি ও বেসরকারি পর্যায়ে পরিকল্পিত উদ্যোগ নিয়ে চট্টগ্রাম নগরীকে সংস্কৃতিবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা হবে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী একথা বলেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক অ্যাডভোকেট কামরুন নাহার বেগম ও সাধারণ সম্পাদক আবুল বশরের নেতৃত্বে সংগঠনটির নেতৃবৃন্দ গতকাল বিকাল ৩টায় চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর সাথে তাঁর বাসভবনে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হন। মতবিনিময়কালে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রামের সংস্কৃতি বাঙালি সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। তরুণ প্রজন্ম যত বেশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় আত্মনিয়োগ করবে তারা তত বেশি আলোকিত ও সমৃদ্ধ হবে। প্রজন্ম সমৃদ্ধ হলে দেশ ও জাতি সমৃদ্ধ হবে। তাই সংস্কৃতির উন্নয়নে আগামীতে চসিক পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করবে। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মো. জসিম উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান, মো. হাসান মুরাদ, সহ সমাজকল্যাণ সম্পাদক মো. গোলাম রহমান, সহ অর্থ সম্পাদক মাসুমা কামাল আঁখি, বায়েজিদ ফরায়েজী, সুমন দত্ত, সদস্য লাভলী বেগম, জেসমিন আক্তার জেসি, সাথী কামাল, মো. মহিউদ্দিন, মো. রাসেল প্রমুখ।
মতবিনিময় সভার শুরুতে সংগঠনের সভাপতি অধ্যাপক অ্যাডভোকেট কামরুন নাহার বেগম ও সাধারণ সম্পাদক আবুল বশরসহ নেতৃবৃন্দ চসিক নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিজ্ঞপ্তি