মুজিব সেনার আলোচনা সভা
বাঙালি জাতি যতদিন থাকবে, বঙ্গবন্ধুকে স্মরণ করবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বের দরবারে উন্নত রাষ্ট্র হিসেবে বিবেচিত হচ্ছে। নিজস্ব অর্থায়নে নির্মিত হচ্ছে পদ্মাসেতু। বিদ্যুৎ আজ মানুষের দোড়গোড়ায়। দেশের এই অভূতপূর্ব উন্নয়ন দেশ বিরোধীরা মেনে নিতে পারছে না। তাই তারা আজ নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। এ বিষয়ে মুজিব সেনার প্রত্যেক নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
চট্টগ্রাম মহানগর মুজিব সেনা আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন।
চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে মুজিব সেনা চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মাহাবুব আলম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল।
প্রধান বক্তা ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা। বিশেষ অতিথি ছিলেন হালিশহর থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম কায়সার।
কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল বলেন, বাঙালি জাতি অনেক অসাধ্যকে সাধন করেছে। যারা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করেন তারা কখনোই ঘুষ, দুর্নীতির পক্ষে থাকতে পারে না। প্রকৃতি রাজনীতিবিদ সবসময় লোভ লালসার ঊর্ধ্বে থেকে জনগণের সেবা করে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর যুবলীগের সদস্য এস এম ফারুক, মাহবুবুর রহমান মাহফুজ, শাকিল হারুন, আলাউদ্দিন আলো, মহিলা আওয়ামী লীগ নেত্রী ফারজানা আফরোজ জেনিফার, সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী রুমকি সেন গুপ্তা, ওয়ার্ড যুবলীগের সভাপতি মান্না বিশ্বাস, মাঈনুল ইসলাম, নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন রাজু, ডা. জামাল উদ্দিন, সাদেকুর রহমান সাদেক, ফসিউল আলম রিয়াদ, ফসিউল আলম সমীর, ইমরান মাহমুদ, নারী নেত্রী সুচিত্রা গুহ টুম্পা, হাসনাতুজ্জামান চৌধুরী, মো. জাহেদ, জাহিদুল ইসলাম রাইসুল, ইঞ্জিনিয়ার মো: আরিফ, ডা. আবদুল মান্নান প্রমুখ। বিজ্ঞপ্তি