শ্রীলঙ্কায় সিরিজ জয় টাইগার যুবাদের

সেঞ্চুরি বঞ্চিত তামিম

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল এবং শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার ৬ ম্যাচের ওয়ানডে সিরিজের ৬ষ্ঠ ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এর ফলে সিরিজটা ৩-২ ব্যবধানে শেষ করেছে বাংলাদেশ, সিরিজ জিতেছে টাইগার যুবারা। গতকাল (বৃহস্পতিবার) ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৩৯.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৮ রান তোলে টাইগার যুবারা, এরপরই নামে বৃষ্টি। খেলা বন্ধ হয়ে যায় সাথে সাথেই। পরে সেই খেলা আর শুরু করা যায়নি। ম্যাচ হয়েছে পরিত্যক্ত। কলম্বোর কল্টস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টসে জিতে এআগে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারিয়েছে টাইগার যুবারা। দলের ১ রানের মাথাতে সাজঘরে ফিরেছেন ওপেনার জাওয়াদ আবরার। ৭ বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন তিনি। আরেক ওপেনার কালান সিদ্দিকী অ্যালেন কিছুক্ষণ প্রতিরোধ গড়েছেন। সাথে যোগ দেন তিনে নামা আজিজুল হাকিম তামিম। সাবলীল ব্যাটিংয়ে এগোতে থাকা কালাম থামেন দলের ৬৬ রানের মাথাতে। ৪৫ বলে ৩১ রান করে বিদায় নেন তিনি। এরপর রিজানকে সাথে নিয়ে এগিয়েছেন আজিজুল। দারুণ সাবলীল ব্যাটিংয়ে ফিফটি ছুঁয়ে ফেলেন আজিজুল হাকিম তামিম। ফিফটির পরেও চলেছে তাণ্ডব। ৬ রানের জন্য সেঞ্চুরি মিস করেন আজিজুল। দারুণ কার্যকরী ব্যাটিংয়ে সেঞ্চুরির খুব কাছে চলে যান তিনি। সেঞ্চুরিটা প্রায় পেয়েই যাচ্ছিলেন। তবে না! শেষ মুহূর্তে গিয়ে হতাশ করেছেন আজিজুল। ১১১ বলে ৯৪ রানের ঝলমলে এক ইনিংস খেলে দলের ১৭৪ রানের মাথাতে আউট হন আজিজুল হাকিম তামিম। মাত্র ৬ রানের জন্য মিস হয়েছে সেঞ্চুরিটা। আজিজুলের বিদায়ের পর মোহাম্মদ আব্দুল্লাহকে সাথে নিয়ে এগোচ্ছিলেন রিজান। ৬৪ বলে ৪৮ রান করে টিকে ছিলেন রিজান। আব্দুল্লাহ অপরাজিত ছিলেন ৯ বলে ৫ রানের ইনিংস খেলে। ১টি করে উইকেট শিকার করেন শ্রীলঙ্কার থিরোসা নাভোদিয়া, কুগাথাস মাথুলান এবং হিমাল রাভিহানসা।