শ্বেতপত্র প্রণয়ন কমিটি বৈদেশিক ঋণচুক্তি খতিয়ে দেখবে: দেবপ্রিয় ভট্টাচার্য

সুপ্রভাত ডেস্ক »

বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা নিয়ে শ্বেতপত্র তৈরির দায়িত্বপ্রাপ্ত কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, জ্বালানি খাতসহ বিগত বছরগুলোতে হওয়া বৈদেশিক ঋণচুক্তিগুলো খতিয়ে দেখা হবে।
গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে কমিটির দ্বিতীয় বৈঠক শেষে এ কথা জানান তিনি।
দেবপ্রিয় বলেন, বিগত বছরগুলোতে বিদেশি ঋণ সংক্রান্ত চুক্তিগুলো যদি পাওয়া যায়, তাহলে আমরা খতিয়ে দেখে অবশ্যই তার মূল্যায়ন করব। বিশেষত আমরা জ্বালানি খাতের চুক্তিগুলো খতিয়ে দেখার কথা ভাবছি। খবর টিবিএস।
বেসরকারি গবেষণা সংস্থা- সিপিডির এই সম্মানীয় ফেলো বলেন, আজকের বৈঠকে আমরা ঠিক করলাম কোন সদস্য কি বিষয়ে দায়িত্ব পালন করবেন। আমাদের ইস্যুগুলো নিয়ে আমরা ঢাকা, ঢাকার বাইরে এবং বিদেশেও যারা বিশেষজ্ঞ আছেন তাদের সঙ্গে মতবিনিময় করা হবে। আগামী দুই মাসের মধ্যেই কার্যক্রম গুছিয়ে আনা হবে।
তিনি জানান, খাতওয়ারি যেমন জ্বালানি, প্রাতিষ্ঠানিক, ব্যাংক, রাজস্ব খাত, অর্থ পাচার, বৈষম্য ও দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন বিষয় সদস্যদের মধ্যে ভাগ করা হবে।