নিজস্ব ক্রীড়া প্রতিবেদক »
চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এলিট পেইন্ট এন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় রাবেয়া সিরাজ কিশোর ফুটবল লিগের (অনূর্ধ্ব-১৫) এবারের আসরের শিরোপা জয়ের স্বাদ পেয়েছে মাদারবাড়ী শোভনীয়া ক্লাব। এম এ আজিজ স্টেডিয়ামে গতকাল বিকেলে ফাইনালে তারা ১-০ গোলে আগ্রাবাদ নওজোয়ান গ্রিনকে পরাজিত করে। খেলার শেষ মুহূর্তে নওজোয়ানের রক্ষণভাগের ব্যর্থতায় মুরাদ জয়সূচক গোলটি করেন। গোল করার পরই দ্বিতীয় দফা হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় এ জয়ের নায়ককে। ফাইনাল খেলায় শুরু থেকে উভয়ে গুছিয়ে খেলার চেষ্টা করলেও আশাতীত দক্ষতা কেউ দেখাতে পারেনি। অনেকটা নিস্প্রানভাবে শেষ হয়েছে এ সেরা দলের শিরোপার দ্বৈরথ। ৭ মিনিটে এগিয়ে যেতে পারতো নওজোয়ান গ্রিন। কিন্তু গোলমুখে অরক্ষিত থেকেও তাদের মাহফুজুল দূর্বল শট প্রতিপক্ষ কিপারকে পরাস্ত করতে পারেনি। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হওয়ার একেবারে শেষ সময়ে ডানপ্রান্ত থেকে মাহিনুলের মাইনাসে ফাঁকায় থেকে টোকা দিয়ে মুরাদ জালের ঠিকানা খুঁজে ডান (১-০)। এতে সতীর্থসহ দলের কর্মকর্তা-সমর্থকরা উল্লাসে মেতে উঠেন। সুপার থ্রি পর্বেও গ্রিনের বিরুদ্ধে শোভনীয়া ক্লাব ২-১ গোলে জয়লাভ করেছে। আলোর ঠিকানা ক্লাবের রহিম লিগের সর্বোচ্চ গোলদাতা ও নওজোয়ান গ্রিনের ইফু রহমান সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার লাভ করেন। প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছিরউদ্দীন পুরস্কার বিতরণ করেন। তিনি ব্যক্তিগতভাবে উভয় দলকে নগদ প্রাইজমানি দেন। সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়াহিদ দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে স্পন্সর এলিট পেইন্ট গ্রুপ অব কোম্পানিজের মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ ও সিজেকেএস ফুটবল কমিটির চেয়ারম্যান উপ পুলিশ কমিশনার বিজয় বসাক বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে সিডিএফএ সহ সভাপতি নজরুল ইসলাম লেদু, সিজেকেএস সহ সভাপতি দিদারুল আলম চৌধুরী, মো. হাফিজুর রহমান, সাবেক সহ-সভাপতি মো. মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, সিডিএফএ কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, সিজেকেএস নির্বাহী সদস্য আবুল হাসেম, জহির আহমেদ চৌধুরী, মোহাম্মদ ইউসুফ, হাসান মুরাদ বিপ্লব, নাসির মিঞা, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো. হারুন আল রশীদ, মনোরঞ্জন দে, সিডিএফএ নির্বাহী সদস্য কাজী মোহাম্মদ জসিম উদ্দীন, যুগ্ম সম্পাদক ইয়াছির আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।