সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
আফগানদের বিপক্ষে শেষ দুই ওয়ানডে হেরে সিরিজ ৩-২ ব্যবধানে শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ভাগ্য ভালো শুরুর তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করায় লজ্জার মুখোমুখি আর হতে হয়নি। পঞ্চম ওয়ানডেতে আফগানদের শেষ ওভার পর্যন্ত আটকে রাখলেও স্বাগতিকরা ম্যাচটা হেরে গেছে ৩ উইকেটে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করলেও পুঁজি বেশি ছিল না স্বাগতিকদের। আফগানদের বোলিং নৈপুণ্যে ৪৭.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে তারা করতে পারে ১৫৫ রান। ১০৭ রানে ৭ উইকেট পড়ে গেলে শেষ দিকে স্কোরটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় আব্দুল্লাহ আল মামুন এক প্রান্ত আগলে থাকায়। ৩৭ রানের দায়িত্বশীল ইনিংস খেলেছেন। দলীয় ১৫৪ রানে তার বিদায়ের পর অবশ্য বেশি দূর যায়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ইনিংস। আফগানদের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন বিলাল সামি, নানগেয়ালিয়া খারোতে। দুটি নিয়েছেন নাভিদ ও হাসানি। জয়ের লক্ষ্যে আফগান যুবারা নিয়মিত বিরতিতে উইকেট হারালেও তারা কক্ষপথে থাকে ইশাক জাজাইয়ের ব্যাটে। হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। ৩০তম ওভারে তার বিদায়ের পর রাশ আলগা হয়ে পড়েছিল আফগানদের। বাংলাদেশের বোলিং নৈপুণ্যে ম্যাচটা শেষ ওভারে গড়ালেও ইজারুলহক নাভিদ একপ্রান্ত আগলে ছিলেন শেষ পর্যন্ত। ফলে ৪৯.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ম্যাচটা জিতে নিতে পেরেছে আফগানিস্তান। অবশ্য ধীর গতিতে হলেও জয়ের পথে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন আফগানিস্তান অধিনায়ক ইজাজ আহমেদ। ৪৯তম ওভারে ৩২ রানে বিদায় নেন তিনি।
বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নিয়েছেন আশিকুর জামান। একটি করে নিয়েছেন মুশফিক হাসান, নাইমুর রহমান ও আইচ মোল্লা।