শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘জননেত্রী শেখ হাসিনার কর্মীরাই বিপদে মানুষের পাশে থাকে। মানুষের পাশে থাকার নামই রাজনীতি। আমাদের সবাইকে জাতি ধর্ম নির্বিশেষে নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে।’
গতকাল নগরীর মুরাদপুর শিক্ষাবোর্ড চত্বরে শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম এ মালেক স্মরণে ‘জাহানারা-মালেক ফাউন্ডেশন’ এর উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে ব্যারিস্টার নওফেল আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গণমানুষের জন্য কাজ করে যাচ্ছে। সরকারের প্রতিটি কাজের উদ্দেশ্যে হলো জনগণের কল্যাণে কাজ করা।
সংগঠনের প্রধান উপদেষ্টা ও শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলম, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, ও জাহানারা মালেক ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফাহ্দ মোহাম্মদ।
মহানগর ছাত্রলীগের উপ বিশ্ববিদ্যালয় সম্পাদক শেখ সরফুদ্দীন সৌরভের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শাহজাহান সুফী, নুরুল আনোয়ার মো. হোসেন, জসিম উদ্দিন খন্দকার, আক্তার ফারুক, কফিল উদ্দিন খোকন, নাজমুল আহসান খান, তৌহিদুল আনোয়ার সেন্টু, অহিদ চৌধুরী মুক্তি, সাইফুল ইসলাম, এস এম ওয়াজেদ, আনোয়ার মিয়া, জহির উদ্দিন সুমন, আবু শাহেদ, আবু তাহের প্রমুখ। বিজ্ঞপ্তি