শেখ রাসেল মহানগরী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল সমূহের প্রতিনিধি সভা ও গ্রুপিং গত শনিবার অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগরী পুলিশের উদ্যোগে ও চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় নগরীর ১৬টি থানার ৩২ টি দল নিয়ে শেখ রাসেল মহানগরী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্ট শীঘ্রই শুরু হবে। সংস্থার সাধারণ সম্পাদক প্রফেসর শায়েস্তা খানের সভাপতিত্বে এ সভা সম্পন্ন হয়।
সাবেক ক্রিকেট সম্পাদক ও ফুটবল কমিটির সদস্য যাহেদূর রহমানের পরিচালনায় এতে বাইলজ’র বিভিন্ন ধারা উপস্থাপন করেন এডিসি (বন্দর) ও ফুটবল কমিটির ভাইস-চেয়ারম্যান মো. আবুল কালাম সাহিদ। উপস্থিত ছিলেন সংস্থার যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, ইবাদুল হক লুলু, ফুটবল কমিটির ভাইস-চেয়ারম্যান তৈয়বুর রহমান, শামীম আজাদ খোকন, নির্বাহী সদস্য সেকান্দর কবির, নিয়াজ মোহাম্মদ খান, এসি (বন্দর) কাজী মো. তারেক আজিজ, এসি (ফোর্স) মো. শাহীন, ফুটবল কমিটির যুগ্ম সম্পাদক রাকিব মাহমুদ, মাহবুবুল আলম ভূঁইয়া মুকুল, এম এ মুসা বাবলু, ফুটবল কমিটির সদস্য লুৎফুল কাদের বাবর , সাবেক ফিফা রেফারি মারুফ সিকদার, জহির উদ্দিন প্রমুখ।
গ্রুপিং: ক-নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়, দিলোয়ার জাহান মেমোরিয়াল হাই স্কুল, খান সাহেব আবদুল হাকিম উচ্চ বিদ্যালয়, সেন্ট্রাল পাবলিক স্কুল, খ- উত্তর কাট্টলি মোস্তফা হাকিম হাই স্কুল, আগ্রাবাদ সরকারি কলোান হাই স্কুল, সিএমপি স্কুল, ইস্পাহানী পাবলিক স্কুল, গ- টিএসপি কমপ্লেক্স সেকেন্ডারি স্কুল, সিডিএ পাবলিক স্কুল, কালারপোল ওমরা মিয়া হাই স্কুল, সরাইপাড়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, ঘ- পাঁচলাইশ উচ্চ বিদ্যালয়, একাডেমি ল্যাবরেটরি হাই স্কুল পাহাড়তলী, রহমানিয়া উচ্চ বিদ্যালয়, হালিশহর গরীব এ নেওয়াজ উচ্চ বিদ্যালয়,ঙ-বারিক মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, বেপজা পাবলিক স্কুল, শেরশাহ কলোনি মাজহারুল হক হাই স্কুল, হালিশহর মুন্সীপাড়া উচ্চ বিদ্যালয়, চ- মাইজপাড়া মাহমূদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়, হাউজিং এস্টেট হাই স্কুল হালিশহর, ওয়ারলেস ঝাউতলা কলোনি হাই স্কুল, বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনি হাই স্কুল, ছ-হালিশহর মেহের আফজাল হাই স্কুল, প্রবর্তক স্কুল, জেএমসেন স্কুল, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, জ-মোহরা এ এল খান হাই স্কুল, পতেঙ্গা উচ্চ বিদ্যালয়, কাজেম আলী স্কুল, মেরিন একাডেমি স্কুল। বিজ্ঞপ্তি