সুপ্রভাত ডেস্ক »
শুধু নিষিদ্ধ না, এ রকমের একটি ফ্যাসিবাদী দল যারা নাজিদের (নাৎসি) মতো গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ।
তিনি বলেন, সেটা করার জন্য শুধু মাত্র লিগ্যালি নিষিদ্ধ করা সমাধান নয়, এর পাশাপাশি সামাজিকভাবে ও আদর্শিকভাবে তাকে দূর করার জন্য যে ধরনের উদ্যোগ নেয়া উচিত সরকার সেটা নেবে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজস্ব আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার আওয়ামী লীগের নির্বাচনে আসা নিয়ে করা এক মন্তব্য গণমাধ্যমে সঠিকভাবে আসেনি জানিয়ে ওই বিষয়টি আজ আবার তুলে ধরেন এই উপদেষ্টা। তিনি বলেন, “ফ্যাসিবাদীদের বা আওয়ামী লীগের বাংলাদেশে নির্বাচন করার প্রশ্নটাই এখন অবান্তর। বিচারসহ যেই বিষয়গুলো আছে সেগুলো সমাধান করার আগ পর্যন্ত। তবে আমরা পৃথিবীতে বিভিন্ন জায়গায় গণঅভ্যুত্থান বা বিপ্লবের পরে এ ধরনের নজির দেখেছি কীভাবে এ অবস্থা থেকে উত্তরণ করা যায়।”
সেই নজিরগুলোকে ফলো করে ট্রুথ কমিশন কিংবা এ ধরনের ব্যবস্থার মাধ্যমে কীভাবে আওয়ামী লীগের বিষয়টা সমাধান করা যায় সেটা নিয়ে সরকার কাজ করবে বলে জানান তিনি।
তবে শুধু নিষিদ্ধ করেই এ ধরনের সংগঠনের রাজনৈতিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করা যায় না বলে উল্লেখ করেছেন আসিফ মাহমুদ। যেটা জামায়াতে ইসলামীর ক্ষেত্রে হয়েছে।
খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ও হামলার ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে ফ্যাসিবাদী সময়ের মতো ছাত্ররাজনীতির নেতিবাচক বিষয়গুলো যাতে ফিরে না আসে সে বিষয়ে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ।
তিনি বলেন, “নতুন বাংলাদেশে পূর্বের ফ্যাসিবাদী সময়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের হামলা, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য যে কারা এটার পেছনে জড়িত আছে। দ্রুত আইনিভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য।”
আগামীর বাংলাদেশে ফ্যাসিবাদী সময়ের মতো ক্যাম্পাসে ছাত্রদের ওপর নিপীড়ন, গেস্টরুমে-গণরুমে নির্যাতনের মতো ছাত্ররাজনীতির নেতিবাচক বিষয়গুলো যাতে আর কখনোই ফিরে না আসে সেজন্য ছাত্র সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক সংগঠন সবার প্রতি আহ্বান জানিয়েছেন মাহমুদ।