সুপ্রভাত ডেস্ক :
২০২০ সালের ১৪ জুন না ফেরার দেশে পাড়ি জমান বলিউডের উজ্জ্বল তারকা সুশান্ত সিং রাজপুত।
তার অল্প দিনের চলচ্চিত্র জীবনে উপহার দিয়েছিলেন অসাধারণ কিছু ছবি। অভিনয়ের প্রতি ছিল তার অগাধ ভালোবাসা। কিন্তু তা সত্ত্বেও অভিনয় ছেড়ে অন্য কিছু করার কথা ভাবতেন সুশান্ত। এমনই তথ্য দিয়েছেন পরিচালক রুমি জাফ্রি। এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সম্প্রতি তিনি জানিয়েছেন, সুশান্ত তাকে প্রায়ই বলতেন, তিনি অভিনয় ছেড়ে চাষ করতে চান এবং সারাদেশে গাছ লাগাতে চান। বিজ্ঞান, মহাকাশ, তারাম-ল নিয়ে ছিল সুশান্তের অসীম আগ্রহ। এমনকি নিজের বাড়ির ব্যালকনিতে টেলিস্কোপ বসিয়েছিলেন অভিনেতা। জাফ্রি বলেন, ‘সুশান্ত একজন বিজ্ঞানী হতে চেয়েছিলেন। তার স্বপ্ন ছিল সুদূরপ্রসারী। বিশেষ করে বিজ্ঞানে তিনি অবদান রাখতে চেয়েছিলেন।’ উল্লেখ্য, গত বছর ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের মরদেহ। ‘পিকে’, ‘ধোনি’, ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’-খ্যাত এ তারকার মৃত্যু রহস্য উদঘাটনে মুম্বাই পুলিশসহ ভারতীয় বেশ কয়েকটি সংস্থা কাজ করছে। দেশটির সুপ্রিম কোর্টের রায়ে গত বছর আগস্টে এই মামলার তদন্তভার যায় সিবিআইর হাতে। সিবিআই ছাড়াও সুশান্তের মৃত্যু সঙ্গে সম্পর্কিত দুটি পৃথক মামলার তদন্ত চালাচ্ছে দেশের অপর দুই কেন্দ্রীয় সংস্থা ইডি ও এনসিবি।