সুপ্রভাত ডেস্ক :
শুদ্ধাচার পুরস্কার গ্রহণ করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। মন্ত্রী পরিষদ সম্মেলন কক্ষে বৃহস্পতিবার কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের কাছ থেকে এই পুরস্কার নেন তিনি। শুক্রবার এনবিআরের সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মু’মেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এ সময় সম্মেলন উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রমুখ।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিমকে এনবিআর চেয়ারম্যান হিসেবে চলতি বছরের ১ জানুয়ারি দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। এর আগে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ছিলেন।
বিসিএস ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা চলতি বছরের ৫ জানুয়ারি অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে ৬ জানুয়ারি থেকে তাকে এনবিআর চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। তিনি মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার স্থলাভিষিক্ত হন। খবর : ডেইলিবাংলাদেশ’র।
বিজনেস