শুটিং সেটে আহত সুনেরাহ

সুপ্রভাত বিনোদন ডেস্ক »

শুটিং সেটে আহত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। বুধবার (২৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল অফিসের সামনে একটি নাটকের শুটিং সেটে হাঁটুতে আঘাত এই অভিনেত্রী।
আহত সুনেরাহ বিনতে কামালের হাঁটুতে ব্যান্ডেজ করা হয়েছে। তার কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এ অভিনেত্রী বলেন, “আজ শুটিং চলাকালীন পালানোর একটি দৃশ্যের শট দিতে গিয়ে স্কিমার স্ট্যান্ডে হোঁচট খেয়ে পড়ে যাই। আমার হাঁটুতে আঘাত লেগেছে। যদিও খুব গুরুতর নয় (আশা করি)।”
ফ্র্যাকচার হয়েছে কি না তা নিশ্চিত নন সুনেরাহ বিনতে কামাল। এ অভিনেত্রী “দুই পায়ের হাঁটু ছিলে মাংস বেরিয়ে গেছে। অনেক রক্তক্ষরণ হচ্ছিল, এরপর প্রাথমিক ট্রিটমেন্ট নেই। তবে পায়ে কোনো ফ্র্যাকচার হয়েছে কি না, এখনো সঠিকভাবে বলতে পারছি না।”
দোয়া চেয়ে সুনেরাহ বিনতে কামাল বলেন, “দয়া করে আমার জন্য প্রার্থনা করবেন, যাতে এই ব্যস্ত সময়সূচিতে সঠিকভাবে কাজ করতে পারি, আমার কর্তব্য পালন করতে পারি। আমি চাই না আমার কারণে কেউ কষ্ট পাক।”
‘ন ডরাই’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন সুনেরাহ বিনতে কামাল। প্রথম সিনেমাতেই বাজিমাত করেন তিনি। রুপালি জগতে পা রেখেই সেরা অভিনেত্রী হিসেবে জিতে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি টিভি নাটকেও অভিনয় করছেন এই অভিনেত্রী।