শুটিংয়ে আহত : শুটিং অসমাপ্ত রেখে ঢাকায় তটিনী

সুপ্রভাত বিনোদন ডেস্ক »

চট্টগ্রামে শুটিং চলাকালে লাইটস্ট্যান্ড পড়ে মাথায় আঘাত পান তানজিম সাইয়ারা তটিনী। তাকে দ্রুত সেখানকার একটি হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ওই রাতেই হোটেলে ফেরেন অভিনেত্রী। শুটিং অসমাপ্ত রেখে গতকাল সোমবার সকালের ফ্লাইটে ঢাকায় ফিরেছেন তটিনী।
শুটিং করার মতো শারীরিক অবস্থায় নেই অভিনেত্রীর। সে প্রসঙ্গে তিনি জানান, নাটকে তার অংশের দৃশ্যধারণ অসমাপ্তই রয়ে যায়। আজ সোমবার সকালের একটি ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে আসেন তটিনী। তিনি বলেন, ‘এখন কিছুটা ভালো আছি। তবে এখনো সুস্থ অনুভব করছি না, খুবই দুর্বল লাগছে।’
গত কয়েকদিন ধরে চট্টগ্রামের কয়েকটি জায়গায় ঈদুল আজহার নতুন নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছিলেন তটিনী। সে রকম এক শুটিং সেটে ঘটে দুর্ঘটনা। গত (১১ মে) রোববার ৭টার দিকে শুটিং চলাকালে লাইটস্ট্যান্ড পড়ে মাথায় গুরুতর চোট পান তটিনী।
চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে এক বাংলোয় হাসিব হোসাইন রাখির ‘মন মঞ্জিলে’ নামের একটি নাটকের শুটিং করছিলেন তটিনী ও তৌসিফ। তটিনীর অংশের শুটিং কবে করা হবে এ প্রসঙ্গে কোনো নিশ্চিত তথ্য দিতে পারেননি নির্মাতা। চিকিৎসক জানিয়েছেন, অভিনেত্রীর যেহেতু মাথায় চোট লেগেছে, তাকে এখন সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে।
বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন তটিনী। ছোটপর্দার কয়েকটি নাটক করে নজর কেড়ে নেন মানুষের। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘বহিরাগত’, ‘সময় সব জানে’, ‘নির্বাসিতা’, ‘সুহাসিনী’, ‘হঠাৎ বৃষ্টি’, ‘সুইট কাপল’, ‘ও আমায় ভালোবাসেনি’, ‘বাঁচিবার হলো তার সাধ’, ‘অবশেষে’, ‘দূরত্ব’, ‘টাকার নেশা’, ‘চাঁটগাইয়া হেডম’, ‘শর্টকাট লাভ স্টোরি’, ‘শেষ ঘুম’, ‘লাস্ট নাইট’, ‘অগ্নিগিরি’।