শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে ও রাজশাহী বিভাগে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শীত বেড়ে যাওয়ার দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা নামতে পারে। বিশেষ করে নদী–তীরবর্তী এলাকাগুলোতে কুয়াশার পরিমাণ বেড়ে দৃষ্টিসীমা কমে আসতে পারে। মঙ্গলবার থেকে তেঁতুলিয়া ও শ্রীমঙ্গলের মতো এলাকাগুলোতে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। দুই-তিন দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে ওই শৈত্যপ্রবাহ ছড়িয়ে পড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ গণমাধ্যমকে বলেন, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প আসা কমে যাবে। এতে কয়েক দিনের মধ্যে হিমালয় পেরিয়ে আসা শীতল বাতাসের প্রবাহ বেড়ে যেতে পারে। এতে নতুন বছরের শুরুতে তাপমাত্রা কমে শীত বাড়তে পারে। মাসের শুরু থেকে শুরু হয়ে শৈত্যপ্রবাহ প্রথম সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন স্থানে চলতে পারে। সেই সঙ্গে কুয়াশাও বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, রোববার দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১১ ডিগ্রি সেলসিয়াস।দেশের বেশির ভাগ এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল টেকনাফে ৩১ ডিগ্রি সেলসিয়াস; অর্থাৎ প্রায় গ্রীষ্মকালের মতো ছিল তাপমাত্রা। তিন-চার দিন ধরে শীত কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে আবহাওয়াবিদেরা বলছেন, বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প শীতের দাপট একটু কমিয়ে দিয়েছে। চার দিন ধরে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা অল্প অল্প করে বেড়েছে। দিনে রোদের দাপটও থাকছে বেশি। এই পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল থেকে সারা দেশের তাপমাত্রা অল্প অল্প করে কমতে পারে। আবারও জেঁকে নামতে পারে শীত। দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর উপযুক্ত সময় হলো এখন। গত দুদিন ধরে চট্টগ্রামেও শীত পড়ছে। যারা শীতার্ত মানুষদের সাহায্য করতে চান তারা এখন থেকে প্রস্তুতি নিলে প্রয়োজনের সময় গরম কাপড় পাবে দরিদ্র মানুষগুলো। তবে দুঃখজনক হলেও সত্যি যে, এখন মানুষ আগের মতো দুঃখী মানুষের পাশে দাঁড়ায় না। দাঁড়ালেও তা লোকদেখানো। ফেসবুকে পোস্ট দেওয়ার উদ্দেশ্যও অনেকে ত্রাণ দেওয়ার ভাণ করে। এসব পরিহার করে মানুষ মানুষের পাশে দাঁড়াক। বিপদে পাশে থাকুক।