নিজস্ব প্রতিবেদক :
নগরের বাকলিয়ায় শিশু আরাফকে হত্যার দায় স্বীকার করে মায়ের পর এবার ছেলে মো. হাসানও (২৩) আদালতে জবানবন্দি দিয়েছেন। রোববার (১৪ জুন) চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন মুরাদের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন হাসান।
বাকলিয়া থানার ওসি মো. নেজাম উদ্দিন জানান, গ্রেফতারের পর হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদের চতুর্থ দিনে সে শিশু আরাফ হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়। রোববার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন মুরাদের আদালতে স্বীকারোক্তি দেয় হাসান।
এর আগে গত ৭ জুন শিশু আরাফকে ভবনের ছাদে পানির ট্যাংকে ফেলে খুন করে হাসানের মা নাজমা। মা নাজমা বেগম (গ্রেফতার হয়ে কারাবন্দি) এবং ছেলে হাসানের পরিকল্পনায় ভবন মালিক চসিকের কাউন্সিলর প্রার্থী নুরুল আলমকে ফাঁসাতে এ হত্যাকা- ঘটায় তারা। নিহত শিশু আরাফ ওই ভবনের ভাড়াটিয়া আব্দুল কাইয়ুমের ছেলে।
ঘটনার পর গ্রেফতার হয়ে বিকেলেই আদালতে এ বিষয়ে স্বীকারোক্তি দেন নাজমা। একই মামলায় ফরিদ নামে স্থানীয় আরেক যুবক জেলহাজতে রয়েছেন।
Uncategorized