শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

সুপ্রভাত ডেস্ক »

ঢাকায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ, শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে চট্টগ্রামেও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর থেকে নগরীর মুরাদপুর এলাকায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কলেজ শিক্ষার্থীরা। বিকালেও তারা সড়কে অবস্থান করেন।

শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগানের পাশাপাশি শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের পদত্যাগের দাবিতে সেখানে স্লোগান দেন। বিক্ষোভের কারণে শিক্ষা বোর্ডের সামনের সড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল ব্যাহত হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, মাইলস্টোন কলেজ শিক্ষার্থীদের লাশের হিসাব নিয়ে ‘লুকোচুরি’ করছে প্রশাসন। বিমান দুর্ঘটনার পর গভীর রাতে এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণারও প্রতিবাদ জানান তারা।

বিক্ষোভে অংশ নেওয়া মো. সাকিব নামে এক শিক্ষার্থী বলেন, সোমবারের বিমান দুর্ঘটনায় সাধারণ শিক্ষার্থীরাও মানসিক অস্থিরতায় ছিল। এর মধ্যে আজ (মঙ্গলবার) পরীক্ষা ছিল। কিন্তু গতকাল বিকাল থেকে কোনো ধরনের ঘোষণা না দিয়ে গভীর রাতে সরকার পরীক্ষা স্থগিতের কথা জানায়।

মো. রায়হান নামে এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীরা তো গভীর রাত পর্যন্ত জেগে থাকে না। সারা দিন কোনো ঘোষণা না দিয়ে গভীর রাতে (পরীক্ষা স্থগিতের) ঘোষণা দিয়েছে, যা বেশিরভাগ শিক্ষার্থী জানতেন না।

অনেক শিক্ষার্থী পরীক্ষা স্থগিতের কথা না জেনে সকালে পরীক্ষার হলেও চলে যায়, বলেন রায়হান।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ) মো. আরিফ হোসেন বলেন, “সচিব ও উপদেষ্টার পদত্যাগ চেয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছিল। আমরাসহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান স্যারও গিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন। চেয়ারম্যান স্যার তাদের দাবি দাওয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন।”